• সমগ্র বাংলা

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার আল রাজি হাসপাতালে অভিযান চালিয়াছে শ্রীপুর উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনার পর এ হাসপাতালের বিষয়ে ব্যাপক অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে ঐ হাসপাতালে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম সাথে ছিলেন।  

অভিযান কালে হাসপাতালের কাগজপত্র সঠিক না পাওয়ায়, কাম্য লোকবল না থাকায় এবং  নিয়োগপ্রাপ্তদের সনদ না থাকায় ভুক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া হাসপাতালের যথাযথ নিয়ম মেনে পরিচালনার জন্য দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে সীলগালা করে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

 এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল নবজাতক মৃত্যুর ঘটনার পরপরই বিষয়টি সিভিল সার্জন মহোদয় কে অবহিত করি।হাসপাতাল কর্তৃপক্ষকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক না করতে পারলে হাসাপাতাল সীলগালা করে দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম বলেন, হাসপাতালের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার বিভাগের ছাড়পত্র, কাম্য জনবল, যথাযথ সনদ ও রেজিস্ট্রার না থাকায় আল রাজি হাসপাতালকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবকিছু যথাযথ নিয়ম মেনে পরিচালনার জন্য দুই মাসের সময় দিয়ে মুচলেকা আদায় করা হয়েছে। অন্যথায় হাসপাতালটিকে সীলগালা করে দেওয়া হবে।

মন্তব্য (০)





image

মাদারগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারানো মাহিন্দ্র ট্রাক্ট...

image

‎উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনু...

image

ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার, জরিমানা আদায় ৫০হাজার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল ...

image

বাহিরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে: পররা...

নীলফামারী প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ...

image

পাবনায় আলোচিত কুকুরছানা হত্যা, জামিন পেলেন সেই নিশি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে জীবন্ত আটটি কুকুরছানা হত্য...

  • company_logo