• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: বিস্ফোরক আইনে শত শত আসামির বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে বোয়ালমারী থানায় এই মামলা দুটি নথিভুক্ত করা হয়, যাতে কয়েক শত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৭ নভেম্বর বিকেলে উপজেলা সদরের ওয়াপদা মোড় এলাকায় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম-এর গ্রুপ এবং উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু-এর গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ, দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

 প্রথম মামলায় নাসিরুল ইসলাম গ্রুপের   বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাদী হয়ে  শামসুদ্দিন মিয়া ঝুনুকে প্রধান আসামী করে  জনতা পার্টির ১নং উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরকে ২নং আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করে। এছাড়াও ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

অপরদিকে দ্বিতীয় মামলায় ঝুনু গ্রুপের সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু বাদী হয়ে  খন্দকার নাসিরুল ইসলামকে ১ নম্বর আসামি করে এবং  ১৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। 

এ ব্যাপারে রোববার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান  জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা নথিভুক্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তিনি আরো বলেন,  আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মন্তব্য (০)





image

মাদারগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারানো মাহিন্দ্র ট্রাক্ট...

image

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

‎উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনু...

image

ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার, জরিমানা আদায় ৫০হাজার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল ...

image

বাহিরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে: পররা...

নীলফামারী প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ...

  • company_logo