• খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে শেষ আটে অজিদের পেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই দাপট দেখিয়েছে আকবর আলীর দল। লঙ্কানদের ১৪ রানে হারিয়ে হংকং সিক্সেসে নিজেদের যাত্রা শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন আগে ব্যাট করে আকবরের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে বাংলাদেশ। ধনঞ্জয়া লক্ষণের করা প্রথম ওভারে জিসান আলম ফিরলেও চাপে পড়েনি দল। আকবরকে সঙ্গে নিয়ে সে ওভার থেকে ২০ রান তোলেন হাবিবুর রহমান সোহান।

শুরুতেই ঝড় তুললেও ক্রিজে স্থায়ী হতে পারেননি সোহান। রান আউটের ফাঁদে পড়ে দ্বিতীয় ওভারেই ফেরেন এই তরুণ ওপেনার। সাজঘরের পথ ধরার আগে তার ব্যাটে আসে ২১ রান। তার ৭ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মারে।

সোহান ফিরলেও আকবরের ঝড় থামেনি। তৃতীয় ওভারে যখন প্যাভিলিয়নের পথ ধরলেন তখন বাংলাদেশ অধিনায়কের পাশে শোভা পাচ্ছিল ৩২ রান। ৯ বলে ২ চার ও ৪ ছয়ে গড়েছেন নিজের ইনিংস। এছাড়া মোসাদ্দেক ৮ ও আবু হায়দার রনি করেন ৬ রান। শ্রীলঙ্কার হয়ে লক্ষন ছাড়াও থারিন্দু রত্নায়েকে ও লাহিরু সামারাকুন একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে মোসাদ্দেকের ঘূর্ণি বোলিংয়ে ৬১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ১২ বলে সর্বোচ্চ ১৮ রান এনে দেন লক্ষণ। ১৩ রান আসে সামারাকুনের ব্যাট থেকে। ৩ উইকেট নেন মোসাদ্দেক। ২ ওভারে তার খরচ ২০ রান।

শেষ আটের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে বাংলাদেশ।

 

মন্তব্য (০)





image

নারী ক্রিকেটারদের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের কয়েকজন সদস্যকে জড়িয়ে ওঠা অসদ...

image

নতুন দলের অধিনায়ক হয়ে যা বললেন সাকিব

নিউজ ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে এবারের আসরে রয়েল চ্যাম্পসের অধিনায়কের ...

image

১০ বলেই পাকিস্তানি তারকার ফিফটি

স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল স...

image

সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালসে ডাক পেলেন সাইফ

স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ...

image

চেনা মুখ নিয়েই নেপাল ও ভারত ম্যাচের দল

স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেল...

  • company_logo