ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে এবারের আসরে রয়েল চ্যাম্পসের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে।
আজ শনিবার এক বিবৃতিতে সাকিবকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে রয়েল চ্যাম্পস।
রয়েলের নেতৃত্ব পেয়ে সাকিব বলেছেন, ‘রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার জন্য চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।’
দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।’
দলের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, সংকল্প এবং একতা প্রতিফলিত করে। দলের মধ্যে যে উদ্যম রয়েছে তা আশাব্যঞ্জক এবং আমরা নিশ্চিত রয়েল চ্যাম্পস এমন পারফরম্যান্স প্রদর্শন করবে যা আমাদের সফলতার ভিশনকে প্রতিফলিত করবে।’
টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের কয়েকজন সদস্যকে জড়িয়ে ওঠা অসদ...
স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল স...
স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ...
স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্র...
স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেল...

মন্তব্য (০)