• সমগ্র বাংলা

খুনের ঘটনায় এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না: সিএমপি কমিশনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খুনের ঘটনায় এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি বলেন, ‘টার্গেট ছিলেন সরওয়ার বাবলা, তিনি মারা গেছেন।

‎বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের এভারকেয়ার হাসপাতালে নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎সিএমপি কমিশনার বলেন, এরশাদ উল্লার নির্বাচনী প্রচারণায় এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তার প্রাথমিক অনুমান আমাদের কাছে রয়েছে। এ ঘটনায় মার্ডার কেস হবে, তখন আরও অধিকতর তদন্ত হবে। খুনের ঘটনায় এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না। টার্গেট ছিলেন সরওয়ার বাবলা, তিনি মারা গেছেন।

‎সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক রিমোট এলাকায় এসব সন্ত্রাসীরা থাকে। গহীন দুর্গম এলাকায় লুকিয়ে থাকে। সেখান থেকে বেরিয়ে এসে হঠাৎ করে একটা ঘটনা ঘটিয়ে হুন্ডা নিয়ে পালিয়ে যায়। তারা এসব ঘটনায় হুন্ডা নিয়ে আসে বারবার। ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এদের খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তবে এদের বাহিনীর অনেকেই এখন গ্রেপ্তার হয়ে জেলে আছে।

‎নির্বাচনের আগে এরকম একটি ঘটনার কারণে নির্বাচনী প্রচারণার শুরুটা ভাল হয়নি মন্তব্য করে সিএমপি কমিশনার বলেন, ‘এই ঘটনার আগে এরশাদ উল্লাহ সাহেব আমার অফিসে এক ঘণ্টা গল্প করে এসেছেন। কিন্তু এখানে যে আসবেন সেটা বলেননি বা সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়নি। নির্বাচনী প্রচারণায় গেলে সংশ্লিষ্ট থানা ও সিএমপিকে অবহিত করলে আমরা প্রার্থী ও ক্যাম্পেইন এলাকার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রার্থীদের কাছে অনুরোধ জানাব, তারা যেন আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব।’ 

‎এই ঘটনাকে ইলেকশান ব্যাহত করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, এজন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। ইলেকশানে এই ঘটনা যাতে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষে আমরা কাজ করব। এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলছে। এটাকে আরও জোরদার করা হবে।

‎এর আগে এদিন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ ও ওয়াজেদিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চালানোর সময় মহানগর মো. এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। তবে সন্ত্রাসীদের গুলিতে সেখানে সরওয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এরশাদ উল্লাহ ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। 

মন্তব্য (০)





image

চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনার কর্মসূচির আও...

image

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অ...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ কু...

image

রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের যানজট ...

image

গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের জন্য কৃষক মাঠ দিবস

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলা...

image

শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিএনপি...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

  • company_logo