ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : দিন শেষে রাতের আগমন, শেষে রাত যেন আরো গভীর এর উপর বৃষ্টি যেন থামতেই নেই, চলমান বৃষ্টি উপেক্ষা করে গভীর রাতে এতিমের দুয়ারে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন।
চন্দনাইশ উপজেলা প্রশাসন ও ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি সরকারের উপহারের ২২ কাটুন দুম্বার মাংশ উপজেলার দুই পৌরসভা ও ৮াট ইউনিয়নের ৫৫টি এতিমখানায় নিজ দায়িত্বে স্ব-শরীরে হাজির হয়ে বিতরন কার্যক্রম সমাপ্ত করেন ইউএন ও মো:রাজিব হোসেন।
গত (৪ নভেম্বর ) গভীর রজনীতে এতিমখানার দুয়ারে উপজেলা নির্বাহী অফিসারের মাংস বিতনের সাথী ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহবুব আলম শাওন ভুঞা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন -গভীর রাত অবধি গোস্তের প্যাকেট এতিমের হাতে উপহার হিসাবে তুলে দিতে পেরে নিজেকে সাচ্ছন্দ বোধ করছি। এবং আমি মনে করছি যে,আমার উপর অর্পিত এতিমের দায়িত্ব আমি যথাযথ পালনে সক্ষম হয়েছি।
গভীর রজনীতে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী এতিমের দরজায় দেখে আশ্চার্যবোধ হন এতিম শিশু ও শিক্ষকমন্ডলী। পরে মাংসের প্যাকেট দেখে বেজায় খুশি । এ যেন এতিমের মুখে এক হাসির ঝিলিক।
মাংসের প্যাকেট বিতরনকালে কয়েকটি এতিমখানার শিক্ষক জানান, ইতিপুর্বে দুম্বার মাংস কখন আসতো,কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিল না। তবে এবার সে মাংস আসল যারা হকদার তাদের হাতে সঠিকভাবে দিবারাত্রি হাড়ভাংগা পরিশ্রমকারী ইউ.এন ও এর মাধ্যমে পেতে সক্ষম হলাম এজন্য শোকরিয়া ।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আপন খালাতো ভাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়ার বলি হ...
বগুড়া প্রতিনিধি : "ট্রাফিক আইন মেনে চলি, যানজটবিহীন নিরাপদ সড়ক গড়ি&...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি...
গাইবান্ধা প্রতিনিধি : নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদনের জন্য গলদা চিংড়ি...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরে অর্ধ কোটি টাকার ...

মন্তব্য (০)