• আন্তর্জাতিক

‎গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরাইলি হামলা।  গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।  খবর আল জাজিরার।

‎গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

‎ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

‎এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।

‎অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন।

‎সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলে  সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

‎তারা ‘দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ’ নিয়েও আলোচনা করেছেন—যা ফ্রান্স ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়।

‎গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত  ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

‎ভারতকে কড়া হুমকি ট্রাম্পের, দোটানায় মোদি সরকার ‎

আন্তর্জাতিক ডেস্ক: ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা ব...

image

হামাসের বিবৃতি যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইস...

নিউজ ডেস্ক : গাজা যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস...

image

গাজায় ফের ইসরাইলের বিমান হামলা শুরু

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। র...

image

বিহারের ভোটে ওয়াইসি ফ্যাক্টর

নিউজ ডেস্ক : বিহারের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে এখন আলোচন...

image

‎ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যে ৪২ দেশের নাগরিক ‎

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রা...

  • company_logo