• আন্তর্জাতিক

‎ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যে ৪২ দেশের নাগরিক ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকে অনেক সহজ করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বা ভ্রমণকারীরা, ভিসা ছাড়াই সংক্ষিপ্ত সফর, ব্যবসা অথবা অবকাশ যাত্রার জন্য দেশটিতে প্রবেশ করতে পারবেন।

‎প্রায় ৪২টি দেশ এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের অন্তর্ভুক্ত, যার মধ্যে ব্রিটেন, জাপান, ফ্রান্সসহ আরও অনেক সুপরিচিত দেশ রয়েছে।

‎যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে ভ্রমণকারীদের ইলেকট্রনিক পাসপোর্ট থাকা আবশ্যক, যার মধ্যে অবশ্যই এম্বেডেড চিপ থাকতে হবে।

‎২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম–এর আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আগ্রহী যাত্রীরাই অনলাইন নিবন্ধন (ইএসটিএ) সম্পন্ন করবেন।

‎একবার অনুমোদন পাওয়া গেলে, এটি ২ বছর পর্যন্ত বৈধ থাকে। তবে এই প্রোগ্রাম কাজ বা পড়াশোনার সুযোগ দেয় না।

‎নিরাপত্তা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ প্রতিজন যাত্রীকে যাচাই বাছাই করে।

‎২০২৫ সালে ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম (ভিডব্লিউপি) এর আওতায় মোট ৪২টি দেশ এই সুবিধা নিতে পারবে। দেশগুলো অঞ্চলভিত্তিকভাবে ভাগ করা হয়েছে।

‎ইউরোপ:

‎অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, রোমানিয়া, সুইডেন, মোনাকো এবং আরও কিছু দেশ।

‎এশিয়া-প্যাসিফিক:

‎অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, জাপান।

‎মধ্যপ্রাচ্য ও অ্যামেরিকা:

‎তাইওয়ান, ইসরায়েল, কাতার, চিলি।

‎এই দেশগুলোর নাগরিকরা ভিডব্লিউপি এর মাধ্যমে অ্যামেরিকায় ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে এটি শুধুমাত্র সংক্ষিপ্ত সফর, ব্যবসা বা পর্যটন ভ্রমণের জন্য কার্যকর হতে যাচ্ছে।

‎ভিডব্লিউপি -এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দ্রুত এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সম্ভব, তবে এটি সকলের জন্য প্রযোজ্য নয়।

‎যোগ্যতার মূল শর্তগুলো হলো:

‎•    শুধুমাত্র অনুমোদিত ৪২টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
‎•    অপরাধমূলক ইতিহাস বা রেকর্ড থাকা ব্যক্তি এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন না।
‎•    যারা ২০১১ সাল থেকে ইরান বা উত্তর কোরিয়া–এর মতো নিষিদ্ধ দেশে গিয়েছেন, তারা ভিডব্লিউপি এর জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
‎•    অ্যামেরিকার ভিসা প্রোটোকল লঙ্ঘনকারী যাত্রীরা যোগ্যতা হারাবেন।
‎•    ভ্রমণ বা অবস্থান সর্বোচ্চ ৯০ দিনের জন্য সীমিত।
‎•    যারা কাজ, অভিবাসন বা পড়াশোনার উদ্দেশ্যে অ্যামেরিকায় যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের এই প্রোগ্রামের আওতায় যেতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে অন্য ধরনের ভিসা আবেদন করতে হবে।

মন্তব্য (০)





image

হামাসের বিবৃতি যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইস...

নিউজ ডেস্ক : গাজা যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস...

image

গাজায় ফের ইসরাইলের বিমান হামলা শুরু

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। র...

image

বিহারের ভোটে ওয়াইসি ফ্যাক্টর

নিউজ ডেস্ক : বিহারের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে এখন আলোচন...

image

‎গাজার বেসামরিক জনগণের ওপর হামলার পরিকল্পনা করছে হামাস, দ...

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হা...

image

এবার ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

  • company_logo