• সমগ্র বাংলা

মানসম্মত ভালো খেলার মাঠের অভাবে ভুগছে রাণীনগরের সিম্বা স্কুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের স্বনামধন্য বিদ্যাপিঠ সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। প্রতিবছর এসএসসির ভালো ফলাফলের পাশাপাশি খেলার অঙ্গনেও সুনাম কুড়িয়ে আসছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট থেকে শুরু করে সকল ধরণের খেলায় পুরষ্কার অর্জনের মধ্যদিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা স্কুল পর্যায়ের খেলার আসরগুলোতে নিজেদের মেধার ছাপ রেখে আসছে।

কিন্তু নিয়মিত খেলাধুলার চর্চা করার জন্য স্কুল প্রাঙ্গনে নেই একটি সমতল ভালো মাঠ যে মাঠে শিক্ষার্থীরা স্কুলে এসে অবসর সময়ে নিয়মিত বিভিন্ন খেলার চর্চা করতে পারে। বছরের পর বছর একটি ভালো মানসম্মত মাঠের অভাবে আরো ভালো খেলার আপসোস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। উপজেলার বিভিন্ন সরকারি কর্মকান্ডে স্কুলের স্কাউটস দলের ভালো সুনামও রয়েছে। এছাড়া প্রতিটি জাতীয় দিবসের প্রতিযোগিতায় বিভিন্ন প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীদের কার্যক্ষমতার সুনাম রয়েছে উপজেলা জুড়ে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা: সুরাইয়া জান্নাত জানায় তারা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে আসছে। উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে আসছে আর একের পর এক পুরস্কার তাদের স্কুলের ঝুলিতে জমা হলেও একটি ভালো মাঠের অভাবে তারা নিয়মিত খেলাধুলার চর্চা করা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই যদি একটি ভালো মানসম্মত মাঠের ব্যবস্থা করা হতো তাহলে এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরো এগিয়ে যেতে পারতো।

নবম শ্রেণির শিক্ষার্থী মো: আপন জানায় নিয়মিত খেলাধুলার চর্চা একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য একটি কাজ। সুস্থ্য শরীর সুস্থ্য মনই একজন শিক্ষার্থীর প্রধান হাতিয়ার। কিন্তু একটি ভালো মাঠ না থাকার কারণে স্কুলে এসে পাঠ গ্রহণের ফাঁকে নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ্য রাখার কোন সুযোগ নেই। তবুও আমরা উচু-নিচু এবড়ো-থেবড়ো মাঠেই নিয়মিত বিভিন্ন খেলার চর্চা করে আসছি। যদি দ্রুতই স্কুলের অসমান মাঠটিকে মাটি দিয়ে ভরাট করে সুন্দর একটি মাঠ বিনির্মাণ করে দেওয়া হতো তাহলে আগামীতে খেলার জগতে এই স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক ভাবে সুনাম ছড়ানোর সুযোগ পেতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাইদ প্রাং জানান তার বিদ্যালয়ের মোট শিক্ষার্থী তিনশত জন। এর মধ্যে ছাত্রী ১৭০জন আর ১৩০জন ছাত্র। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা প্রতিটি খেলাধুলায় অনেক ভালো। খেলাধুলায় ভালো প্রতিষ্ঠানের মধ্যে তার স্কুলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু স্কুলের ভিতরের একমাত্র মাঠটি পাহাড়ের মতো উচুনিচু। যার কারণে নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা করানো সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে নিজস্ব অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে যার অবস্থা খুবই নাজুক। তাই যদি সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে স্কুলের মাঠটি আধুনিকায়ন করে দেওয়া হতো তাহলে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ছেলে-মেয়েরা অবসর সময়ে খেলাধুলার নিয়মিত চর্চা করতে পারতো। অপরদিকে বিদ্যালয়ের নাজুক শহীদ মিনারকে নতুন করে আধুনিকতার ছোঁয়ায় বিনির্মাণ করে দিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এই শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ইতিমধ্যেই স্কুলটির নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিত ভাবে জানানো হয়েছে। এছাড়া স্কুলের মাঠটিকে আধুনিকায়ন করার ক্ষেত্রেও দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।    
 

মন্তব্য (০)





image

প্রায় দুই বছর কোমায় থাকার পর না ফেরার দেশে সাংবাদিক মিলন ...

পাবনা প্রতিনিধি : দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার...

image

বগুড়া গাবতলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

বগুড়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী সরকারি কলেজে একাদশ শ্রে...

image

গ্রাম পুলিশের প্রতি সম্মান জানাতে কালীগঞ্জ থানায় প্রীতিভোজ

গাজীপুর  প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে...

image

বগুড়া দুপচাঁচিয়ায় হাত-পা বেঁধে ডাকাতি: বাঁধা দেয়ায় বৃদ্ধা...

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া ম...

image

গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তের ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর হেমনগর রেলস্টেশন সংল...

  • company_logo