• সমগ্র বাংলা

‎JCI Dhaka Diplomats-এর মানবিক উদ্যোগ ঝিনাইদহে সফলভাবে সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ JCI Dhaka Diplomats-এর উদ্যোগে সফলভাবে বাস্তবায়িত হলো মানবিক প্রকল্প “ছোঁয়া”—একটি ব্যতিক্রমী প্রচেষ্টা যা সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে অঙ্গীকারবদ্ধ।

‎“ছোঁয়া”—মানে ছুঁয়ে যাওয়া। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল এমন সব ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো, যাদের স্বপ্ন থেমে গিয়েছে নানা প্রতিকূলতায়, যাদের ব্যবসা থেমে গিয়েছে অভাব আর অনিশ্চয়তায়। ঝিনাইদহ জেলা থেকে যাত্রা শুরু করা এই প্রকল্পে নতুন সাজে পুনর্গঠন করা হয় এক দরিদ্র উদ্যোক্তার ছোট দোকান। তাকে দেওয়া হয় প্রয়োজনীয় মালামাল, ব্যবসা পরিচালনার উপকরণ এবং নগদ অর্থ সহায়তা, যেন তিনি আবার আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারেন।

‎উক্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন JCI Dhaka Diplomats-এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট, সামিয়া রহমান। বিশেষ সহযোগিতায় ছিলেন সামী মাহমুদ খান, জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর একজন বোর্ড মেম্বার ও সদস্যবৃন্দ। ঝিনাইদহের জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, হিসাবরক্ষক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম আমজাদ এবং তার পরিবার সমূহ।

‎লোকাল প্রেসিডেন্ট সামিয়া রহমান বলেন,
‎"সমাজের অপ্রতিষ্ঠিত ও পিছিয়ে থাকা উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ‘ছোঁয়া’ শুধু একটি দোকান পুনর্গঠনের প্রকল্প নয়—এটি একজন মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা, তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। আমরা চাই তারা আবার ঘুরে দাঁড়াক, আত্মনির্ভরশীল হোক এবং সমাজে গর্বের সঙ্গে অবদান রাখুক।"

‎এই বিশেষ প্রকল্পের উদ্দেশ্য  ছিলো আর্থিক ও মানসিকভাবে এই ক্ষুদ্র উদ্যোক্তাকে পুনরুজ্জীবিত করা, থমকে যাওয়া ছোট উদ্যোগটিকে নতুন করে সাজানো ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার জন্য ব্যক্তিকে প্রেরণা প্রদান, সমাজে মানবিকতা ও সহানুভূতির মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।

‎এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র একটি দোকান নয়—একটি পরিবার, একটি জীবনের স্বপ্ন ও সম্ভাবনাকে নতুন করে গড়ে তোলা হয়েছে। প্রকল্প-লাভবান উদ্যোক্তা এখন তার ব্যবসা পুনরায় শুরু করতে পারছেন, যা স্থানীয় জনগণের জন্যও অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।

‎ক্ষুদ্র এই ব্যবসায়ী মোঃ আজিম নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই বিশেষ সহযোগীতায় তিনি আবার নিজেকে ফিরে পেলেন। এর মাধ্যমে তিনি নতুনভাবে নিজেকে তৈরী করে আরো স্বাবলম্বীতা অর্জন করবেন এবং নিজের পরিবারকে আরো ভালো রাখতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। সেই সাথে তিনি এই ব্যবসায় স্বচ্ছল হয়ে ভবিষ্যতে তার মতো থেমে যাওয়া মানুষের পাশে দাড়ানোর যথাসাধ্য চেষ্টা করবেন।।

‎JCI Dhaka Diplomats আগামীতে দেশের অন্যান্য জেলা ও অঞ্চলেও “ছোঁয়া” প্রকল্পের মাধ্যমে এই ধরনের উদ্যোগ পরিচালনা করবে, যাতে আরও বেশি উদ্যোক্তা তাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে পুনরায় বাস্তবায়িত করতে পারেন।

‎“ছোঁয়া”—একটি উদ্যোগ, যা শুধু সাহায্য নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধের বাস্তব রূপ।

‎জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।

মন্তব্য (০)





image

প্রায় দুই বছর কোমায় থাকার পর না ফেরার দেশে সাংবাদিক মিলন ...

পাবনা প্রতিনিধি : দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার...

image

বগুড়া গাবতলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

বগুড়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী সরকারি কলেজে একাদশ শ্রে...

image

গ্রাম পুলিশের প্রতি সম্মান জানাতে কালীগঞ্জ থানায় প্রীতিভোজ

গাজীপুর  প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে...

image

বগুড়া দুপচাঁচিয়ায় হাত-পা বেঁধে ডাকাতি: বাঁধা দেয়ায় বৃদ্ধা...

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া ম...

image

গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তের ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর হেমনগর রেলস্টেশন সংল...

  • company_logo