• সমগ্র বাংলা

‘ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চাদর-ওড়না মুড়িয়ে ডিপ ফ্রিজে রাখেন স্বামী’

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রেখে পালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।

‎কলাবাগান থানার উদ্ধৃতি দিয়ে পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত রোববার (১২ অক্টোবর) রাতে কলাবাগানের একটি ফ্ল্যাটে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

‎প্রেস ব্রিফিংয়ে ঢাকার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহটি বেঁধে বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ফ্রিজে লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। এরপর তিনি সব আলামত মুছে ফেলার চেষ্টা করেছেন।’

‎পুলিশ সূত্রে জানা যায়, পরদিন ওই ব্যক্তি তার দুই মেয়েকে আদাবরে তাদের ফুফুর বাসায় রেখে নিজের গাড়ি নিয়ে চলে যান। এ নিয়ে সন্দেহ হওয়ায় হত্যাকাণ্ডের শিকার নারীর ভাই ও দুই কন্যা কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ফ্রিজের মধ্য থেকে মরদেহ উদ্ধার করে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের ভাই। মামলা হওয়ার পর গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

সংখ্যালঘুর জমি দখলের পায়তারা বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সংখ্যালঘু...

image

ফরিদপুরের শিক্ষকের পৈত্রিক ভিটা জবরদখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিণ পাশে পূর্ব বিএস...

image

বগুড়ায় আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান ক...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএ...

image

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেনস্থাকারী দালাল চক্...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেন...

image

ঝিনাইদহ স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভা...

  • company_logo