• সমগ্র বাংলা

শিশুদের টাইফয়েড টিকা উৎসবে আনন্দের রঙ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চলছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। টিকাদান কার্যক্রমকে আনন্দঘন ও উৎসাহব্যঞ্জক করে তুলতে বুধবার (১৫ অক্টোবর) সকালে বিএনপির পক্ষ থেকে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সামসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৭শ শিক্ষার্থীদের মাঝে জুস ও চকলেট বিতরণ করা হয়।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। জুস ও চকলেট হাতে শিশুরা টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

কর্মসূচিতে সহযোগিতা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, “শিশুরা যেন টিকা গ্রহণে ভয় না পায় এবং আনন্দের সঙ্গে অংশ নেয়, তাই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিশুদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি টিকাদান কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হচ্ছে।”

এর আগে গত রোববার (১২ অক্টোবর) কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ৪৫ হাজার ৫০০ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। পুরো উপজেলায় ৮২ হাজার ৮২১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিক্ষার্থী এবং একই বয়সী স্কুলবহির্ভূত (ড্রপআউট) শিশুরাও এই ক্যাম্পেইনের আওতায় আসবে। বিদ্যালয় পর্যায়ে ১০ দিনে ১০টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে নির্ধারিত ৮টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এ বিষয়ে অভিভাবকদের নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দিতে আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা বলেন, “শিশুদের সুস্বাস্থ্যই একটি জাতির মজবুত ভিত্তি। স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

উপস্থিত শিক্ষক-অভিভাবকরা জানান, বিদ্যালয়ভিত্তিক টিকাদান ক্যাম্পেইন শিশুদের মধ্যে টিকার গুরুত্ব বোঝাতে সহায়ক হচ্ছে। আনন্দঘন পরিবেশে টিকা নেওয়ার ফলে তাদের ভয় কাটছে, যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে।

কালীগঞ্জের এই টিকাদান উৎসব এখন শুধু স্বাস্থ্য সচেতনতার প্রচারণা নয়, বরং শিশুদের মাঝে আনন্দ, অংশগ্রহণ ও দায়িত্ববোধ তৈরির এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

সংখ্যালঘুর জমি দখলের পায়তারা বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সংখ্যালঘু...

image

‘ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চাদর-ওড়না মুড়িয়ে ...

নিউজ ডেস্কঃ স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্...

image

ফরিদপুরের শিক্ষকের পৈত্রিক ভিটা জবরদখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিণ পাশে পূর্ব বিএস...

image

বগুড়ায় আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান ক...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএ...

image

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেনস্থাকারী দালাল চক্...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেন...

  • company_logo