
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তরণী সাহিত্য কাফেলা কুমিল্লা আয়োজিত দুই মাস ব্যাপী ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানমালায় ছিল কোর্সের প্রশিক্ষণার্থীদের পরীক্ষা, আমন্ত্রিত অতিথিদের আলোচনা, ফলাফল ঘোষণা, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ।
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি, দার্শনিক ও রাষ্ট্র চিন্তক শায়খ মুসা আল হাফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান খান খোকন, মুফতি শামসুল ইসলাম জিলানী, কবি মুনীরুল ইসলাম, মনযূরুল হক, মুফতি নাঈমুল ইসলাম, মাওলানা শামসুদ্দীন সাদী, মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা সাখাওয়াত রাহাত, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা আবদুল্লাহ আল মামুন মোস্তফী, মুফতি সালমান হোসাইন, মুফতি আশরাফ আলমাহমুদ, মুফতি আশরাফ তানভীর প্রমুখ।
মূখ্য আলোচক মুসা আল হাফিজ কুমিল্লার হাজার বছরের মুসলিম ঐতিহ্য ইসলামী কৃষ্টি কালচার তুলে ধরে তরুণ লেখকদের কালের গর্ত থেকে সে সব ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। অন্য আলোচকরা সময়ের চাহিদা পূরণে তরুণ প্রশিক্ষণার্থীদের সাহিত্য সাংবাদিকতায় আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।
শায়খ মুসা আল হাফিজ বলেন, আমাদের গৌরবোজ্জ্বল অতীত, বিশেষ করে কুমিল্লার হাজার বছরের মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি আজ বিস্মৃতির পথে। তরুণ লেখকদের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের শক্তিশালী লেখনীর মাধ্যমে কালের গহ্বর থেকে সেই সোনালী ইতিহাসকে জাতির সামনে তুলে ধরুন।
কোর্স সমন্বয়ক মুহীউদ্দীন আহমাদ মাসুম বলেন, আমাদের মূল উদ্দেশ্য একদল প্রতিশ্রুতিবদ্ধ ও দক্ষ কলমসৈনিক তৈরি করা, যারা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে মিথ্যার আঁধার দূর করবে আর সত্য ও সুন্দরের আলো সমাজে ছড়িয়ে দেবে। যারা সময়ের ভাষায় কথা বলতে শিখবে এবং আমাদের গৌরবোজ্জ্বল অতীতকে বর্তমানের সামনে সাফল্যের সঙ্গে তুলে ধরবে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এই কোর্সে অংশগ্রহণকারী ৬৬ জন প্রশিক্ষণার্থী অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের চোখে আমি যে আলো দেখতে পাচ্ছি, তাতে আমি আশাবাদী। আমি বিশ্বাস করি, এই তরুণরাই একদিন আমাদের সাহিত্য ও সাংবাদিকতার অঙ্গনে একেকজন দিকপাল হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে কোর্সে উত্তীর্ণ ৬৬ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে জনাকীর্ণ এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাণ ফিরছে ক্রীড়াঙ্গনে। জেলার ঐত...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নছরউদ্দি...
ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা বিএনপি এবং এর ...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পৃথক স্থানে নারীসহ পা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারা...
মন্তব্য (০)