
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার (৮ অক্টোবর) ভোরে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছে।
ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ আগে ড. শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—
‘আজ (৮ অক্টোবর) ফিলিস্তিনি সময় সকাল আনুমানিক ৬টায় ফ্রিডম ফ্লোটিলা কনশেন্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যসহ আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম ইসরাইলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হন। শহিদুল আলম মুক্ত না হওয়া পর্যন্ত তার ফেসবুক পেজটি ‘‘Bangladesh Stands With Palestine’’ এবং ‘‘Free Shahidul’’ অ্যাক্টিভিস্টরা পরিচালনা করবেন।’
এই ঘটনার পরপরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবিক ও বিবেকবান মানুষজন শহিদুল আলম ও তার সহযাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ—#FreeShahidulAlam, #FreeTheFlotilla, এবং #FreedomForGazaCrew হ্যাশট্যাগে।
অনেকে জানতে চাইছেন—এখন থেকে শহিদুল আলমের ফেসবুক পেজে প্রকাশিত আপডেটগুলো কীভাবে পাওয়া যাবে এবং কে বা কারা পেজটি পরিচালনা করবেন।
শহিদুল আলমের পক্ষ থেকে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, তার ফেসবুক পেজের দায়িত্ব এখন ‘Bangladesh Stands With Palestine’ এবং ‘Free Shahidul’—এই দুই অধিকারভিত্তিক প্ল্যাটফর্মের কর্মীরা সামলাবেন। তারা শুধুমাত্র শহিদুল আলমের অবস্থান, নিরাপত্তা, এবং মুক্তির দাবিতে গৃহীত পদক্ষেপ ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করবেন।
এদিকে ফ্লোটিলার সঙ্গে থাকা অন্যান্য দেশের সাংবাদিক ও চিকিৎসকদের পরিবার আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন।
ড. শহিদুল আলম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানবিক অধিকারের পক্ষে সক্রিয় রয়েছেন। তার তোলা বহু ছবি বিশ্বজুড়ে বিবেককে নাড়া দিয়েছে। বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং উল্লিখিত দুইটি অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস, যেখান থেকে জানা যাবে আটক শহিদুল আলম ও তার সহযাত্রীদের সর্বশেষ খবর ও বার্তা।
আপডেট জানতে করণীয়:
১. ড. শহিদুল আলমের অফিসিয়াল ফেসবুক পেজে Follow অপশনটি চালু রাখুন।
২. ‘Bangladesh Stands With Palestine’ এবং ‘Free Shahidul’ পেজ দুটির নোটিফিকেশন চালু করুন।
৩. আন্তর্জাতিক Freedom Flotilla Coalition-এর অফিসিয়াল ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টেও নজর রাখুন।
নিউজ ডেস্ক : ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে ‘দ্রুত ও বিধ্বংস...
নিউজ ডেস্কঃ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চ...
নিউজ ডেস্কঃ দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম জানিয়...
নিউজ ডেস্ক : ভালো চাকরি পেতে রীতিমতো লড়াই করছেন এশিয়ার তরুণরা। অনেকেই চা...
নিউজ ডেস্ক : গাজার ৩৮ বছর বয়সি বাসিন্দা ইনাস আবু মামার। গাজার দুই বছরের ...
মন্তব্য (০)