
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : দ্যা ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের (ইউনেস্কো) ৪৩ তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান।
মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে জানান, বাংলাদেশ জাপানের বিরুদ্ধে ৩০-২৭ ভোটের ব্যবধানে জয় অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া ও ভারতও এ পদে প্রার্থী ছিলো। কিন্তু পরে দেশ দুটি প্রার্থীতা প্রত্যাহার করে।
সভাপতির দায়িত্ব নেয়া দেশের সংস্কৃতি, শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এ জয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মান ও সুযোগের দ্বার খুলে দেবে।
প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে ইউনেস্কোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।
নিউজ ডেস্ক : নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে? এমন প্রশ্ন কর...
নিউজ ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে (ইসি) মঙ্গলবার (৭ অক্টোব...
নিউজ ডেস্ক : ২৭ হাজার কোটি টাকায় চীন থেকে বিমান বাহিনীর জন্য ২০টি যুদ্ধব...
নিউজ ডেস্ক : হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তা...
নিউজ ডেস্ক : জার্মানিকে বাংলাদেশে তৈরি পোশাক, হোম টেক্সটাইল,...
মন্তব্য (০)