
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আমাদের দেশে ঢ্যাঁড়শ রান্না করেই বেশি খায়। বিশেষ করে এর ভাজি অনেকেরই প্রিয় খাবার। আর ঢ্যাঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের দেহের ভিটামিনের চাহিদা পূরণে সাহায্য করে। তবে শুধু ভাজি কিংবা রান্না নয়, ঢ্যাঁড়শ পানিতে ভিজিয়ে সেই পানি পান করলে পাওয়া যায় নানা উপকার।
বর্তমান ডিজিটাল যুগে স্বাস্থ্য সচেতনতায় নতুন ট্রেন্ড জায়গা করে নিয়েছে ঢ্যাঁড়শ ভেজানো পানি। এটি শরীরের জন্য খুবই উপকারী খাবার। সকালে ঢ্যাঁড়শ ভেজানো পানি একটি শক্তিশালী টনিকের মতো কাজ করে। এটি যদি এক মাস আপনি খেয়ে থাকেন, তবে আপনি নিজেই এর পার্থক্য বুঝতে পারবেন।
আর একটি ঢ্যাঁড়শ ভালোভাবে ধুয়ে দুই টুকরো করে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পর দিন সকালে পানি ছেঁকে নিয়ে পান করুন। এই পানীয়তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও মিনারেল শরীরের একাধিক রোগের ঝুঁকি কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।
চলুন জেনে নেওয়া যাক, ঢ্যাঁড়শ ভেজানো পানি খেলে আপনার শরীরে আর কী উপকার হতে পারে—
প্রথমে হজমে সাহায্য করবে ঢ্যাঁড়শ। আর ঢ্যাঁড়শ ভেজানো পানি হজমের জন্য বেশ উপকারী। ঢ্যাঁড়শে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। এ ছাড়া ঢ্যাঁড়শ অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে বদহজমের সমস্যা দূর করে থাকে।
দ্বিতীয়ত ওজন কমাতে বড় ভূমিকা রাখে ঢ্যাঁড়শ। ওজন কমানোর জন্য ঢ্যাঁড়শের পানি ভীষণ গুরুত্বপূর্ণ। আর ঢ্যাঁড়শে ক্যালোরির তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি, যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফাইবার পাকস্থলীতে গিয়ে জেলি জাতীয় পদার্থে পরিণত হয়। যে কারণে অল্প ঢ্যাঁড়শের পানি খেলেও মনে হয় পেট ভরে গেছে। এতে করে ক্ষুধা কম লাগে বলে খাওয়াদাওয়াও নিয়ন্ত্রণে থাকে।
আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শ ভেজানো পানি ভিটামিন-সির চমৎকার উৎস। ভিটামিন-সি একটি প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সর্দি-কাশি থেকে সুরক্ষা দেয়। আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ক্ষত সারাতেও সাহায্য করে ঢ্যাঁড়শ। এমনকি বিশেষ প্রজাতির ক্যানসার কোষের বৃদ্ধিও প্রতিরোধ করতে পারে ঢ্যাঁড়শ।
এ ছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ঢ্যাঁড়শ। এর ভেজানো পানি ডায়াবেটিস রোগীর জন্য বিশেষভাবে উপকারী। ঢ্যাঁড়শে প্রচুর পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড থাকে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। ঢ্যাঁড়শের তরকারি না খেয়ে ডিটক্স ওয়াটার খেলেও তা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করবে। এ ছাড়া এটি নিয়িমিত খেলে খাবারের পর হুট করে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
আবার ঢ্যাঁড়শ ত্বক উজ্জ্বল রাখতেও বেশ উপকারী। ঢ্যাঁড়শের পানিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট স্ট্রেস কমিয়ে ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। আর নিয়মিত ঢ্যাঁড়শ ভেজানো পানি খেলে ত্বকের বলিরেখা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।
ফিচার ডেস্ক: অনেকের সকালের প্রথম পানীয় হচ্ছে কফি। কফি কেবল শ...
নিউজ ডেস্ক : সকালের নাশতা যদি হয় ভারি আর মজাদার, তাহলে পুরো ...
নিউজ ডেস্কঃ লাইফস্টাইল রিটেইল চেইন আড়ংয়ে কাগজের শপিং ব্...
নিউজ ডেস্ক : প্রস্রাবের সময় জ্বালাপোড়া একটি সাধারণ লক্ষণ, যা মূত্রনালির ...
নিউজ ডেস্ক : আপনার শরীরের মেদ কমাতে কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনত...
মন্তব্য (০)