
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা এবং পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পাবনা-৩ এলাকার ফরিদপুর, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
হাসানুল ইসলাম রাজা ফরিদপুর উপজেলার ডেমরা মধ্যপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, গোপালনগর পূর্বপাড়া ম্রী শ্রী দূর্গা মন্দির, গোপালনগর কালিমাতা মন্দির, বনওয়ারীনগর কেন্ত্রীয় শিব-দূর্গা মন্দির, ফরিদপুর দাসপাড়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এবং ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার দূর্গা মন্দির, দক্ষিণ মেন্দা কালিবাড়ী শ্রী শ্রী কালিমাতা ও দূর্গা কেন্ত্রীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ও মন্দিরগুলোর কর্তৃপক্ষের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।
বক্তব্যে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেন, বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী। যেকারণে জাতি গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে এদেশে বসবাস করছে। যারা এই শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
রাজা বলেন, আমি পাবনা-৩ আসনে সকল শ্রেণী পেশার মানুষের শান্তি চাই, সামাজিক নিরাপত্তা চাই। যে কারণে আমি সবার জন্য দখলদারমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমি যদি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাই এবং এমপি নির্বাচিত হতে পারি তাহলে অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-৩ আসনে সকল ধরনের অস্থিতিশীলতা, সমাজের সকল ধরনের অনিয়ম, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করে আপনাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করবো। সেই সঙ্গে আগামী প্রজন্ম যেন কোন ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই চেষ্টা চালিয়ে যাবো। আমি আপনাদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমৃত্যু আপনাদের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সহযোগিতা সমর্থন চাই।
মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মলয় দাস, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, চাটমোহর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, মুলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান ঠান্টু, মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা তোজাম্মেল হোসেন সহ সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
নিউজ ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ধন্যবাদ ও কৃতজ...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা দিলে কোন...
নিউজ ডেস্ক : শাপলা প্রতীকের বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতিসহ ৫০টি...
নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী শনিবার (৪ অক্টোবর) সন্ধ...
নিউজ ডেস্ক : রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচ...
মন্তব্য (০)