• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে শীঘ্রই সমন্বিত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে যারা শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) শীঘ্রই সমন্বিত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণে তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান।

‎মঙ্গলবার ঢাকার বিসিটিআই মিলনায়তনে আয়োজিত চারটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের চলচ্চিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, আহতদের সম্মানজনক পুনর্বাসনের লক্ষ্যে তাদের আগ্রহ অনুযায়ী শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম খাতে যুক্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকতায় এবং শিগগিরই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হবে।

‎প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ না হলে তার মূল্য নেই।

‎বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে কারিগরি দক্ষ জনবলের অভাব রয়েছে উল্লেখ করে তিনি সাউন্ড, কালার, এডিটিংসহ কারিগরি ক্ষেত্রে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

‎চলচ্চিত্রের বাজার নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রায় ৩০ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে—যা একটি বড় বাজার। মানুষের চাহিদা বিবেচনা করে ভালো মানের কনটেন্ট নির্মাণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ভাষা-সংস্কৃতিভিত্তিক কনটেন্ট নির্মাণে বৈচিত্র্য আনা এবং তরুণ প্রজন্মের জন্য তা উপযোগী করার আহ্বান জানান।

‎তিনি আরও বলেন, শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আরও বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ও বিসিটিআইয়ের গভর্নিং বডির সদস্য রফিকুল আনোয়ার রাসেল। স্বাগত বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

‎অনুষ্ঠানের শেষে বিসিটিআই পরিচালিত চারটি স্বল্পমেয়াদি কোর্স—বেসিক ফিল্ম কোর্স, দ্বিতীয় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, তৃতীয় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা এবং অষ্টম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স—এর মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্...

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তি...

image

‎প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গ...

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূ...

image

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’ ‎দেশের ওপর ...

নিউজ ডেস্কঃ মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। এটি ...

image

‎হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষীর সাক্...

নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাস...

image

‎প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ ...

  • company_logo