
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। সংবাদ সংস্থা এএনআই এর খবর।
দেশটির গণমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে জিজ্ঞাসা করেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’
এরপর নিজেই দৃপ্ত কণ্ঠে থেকে নিজের ভবিষৎ সম্পর্কে বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’
দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মুলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।
তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে অলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।
সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলে নেপালজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাতের সময় ওলি তার পদত্যাগের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন।
সংবাদ সংস্থা এএনআইকে ওলি জানিয়েছেন পদত্যাগের দিনের ঘটনা, ‘৯ সেপ্টেম্বর, আগের দিনের ঘটনার পর, আমি সকাল ১১-১১:৩০ মিনিটে পদত্যাগ করি। আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং আমার চেষ্টা ছিল এগুলি আরও তীব্র না করার। কিন্তু যখন বুঝতে পারি যে আমার হাতে কিছুই নেই, তখন আমি পদ থেকে পদত্যাগ করি।’
আন্তর্জাতিক ডেস্ক: গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে মার্কিন প...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি ...
নিউজ ডেস্ক : মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টি...
নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরাইলের প্রধা...
নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের পক্ষে ব...
মন্তব্য (০)