• রাজনীতি

‎চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ‍নুরকে বিদায় জানাচ্ছেন দলের নেতাকর্মীরা।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ফারুক হাসান বলেন, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন। তিনি বাইরে চিকিৎসা নিতে চাননি তবে মেডিকেল বোর্ড বলছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া ছাড়া বিকল্প নেই।

‎তিনি আরও বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি সেখানে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

‎নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। এটাও সরকারের ব্যর্থতা।

‎গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।

‎স্বাস্থ্যের আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

মন্তব্য (০)





image

চরমোনাই পীরকে এক হাত নিলেন এ্যানি

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তার...

image

জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা কে কোন আসনে লড়বেন

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্র...

image

পিআর দাবি পূরণ না হলে জামায়াত কি ভোট থেকে সরে দাঁড়াবে?

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)...

image

এনসিপি, জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লী...

image

‎উপদেষ্টারা টিকে আছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে: রাশেদ খান

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ...

  • company_logo