• লিড নিউজ
  • রাজনীতি

‎শেখ হাসিনাকে উৎখাত বৈধ ছিল, বিচারের ভয়ে পালিয়েছেন: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে উৎখাত করা বৈধ ছিল, এতে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত নয়। জনগণকে হত্যার দায়ে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

‎রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর দ্বিতীয় দফায় জেরা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী।

‎জেরা শেষে নাহিদ ইসলাম বলেন, ‘ব্যক্তিগতভাবে নয়, দেশের জনগণকে হত্যার অভিযোগে এবং পুরো জাতির পক্ষ থেকে সাক্ষ্য দিতে এসেছি। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের আসামিদের কঠোর শাস্তি দিতে হবে। এটা শুধু শেখ হাসিনার ব্যক্তিগত অপরাধ নয়, রাজনৈতিক অপরাধ। দল হিসেবে পুরো আওয়ামী লীগের বিচার করতে হবে।’

‎শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে নাহিদ ইসলামের দ্বিতীয় দফার জেরা আজ
‎তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। এটা দিয়ে দলটিকে থামানো যাবে না। বিচারের মুখোমুখি করতেই হবে।’

‎এর আগে, গত ১৮ সেপ্টেম্বর তাকে প্রথম দফায় জেরা করা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জবানবন্দি দেন জুলাই আন্দোলনের এই সংগঠক।

‎এদিন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার ৬ আসামিকে।

মন্তব্য (০)





image

চরমোনাই পীরকে এক হাত নিলেন এ্যানি

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তার...

image

জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা কে কোন আসনে লড়বেন

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্র...

image

পিআর দাবি পূরণ না হলে জামায়াত কি ভোট থেকে সরে দাঁড়াবে?

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)...

image

এনসিপি, জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লী...

image

‎উপদেষ্টারা টিকে আছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে: রাশেদ খান

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ...

  • company_logo