• আন্তর্জাতিক

যেভাবে বন্ধ হতে পারে গাজার গণহত্যা, জানালেন জেসিন্ডা আরডার্ন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, গাজা উপত্যকায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনো আছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।  

আরডার্ন লিখেছেন, ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে সেই পথ সুগম হবে। পাশাপাশি যেকোনো সামরিক অভিযানে সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় অবরুদ্ধ ও অনাহারগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একইসঙ্গে আহত, অপুষ্টিতে ভোগা মানুষ এবং অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। 

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আরডার্ন বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ—সব মানবিক বিপর্যয়ে শক্তিধর দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে। তবে আমাদের শুরুটা গাজা থেকেই করা উচিত।

তিনি আরও বলেন, আমরা মানবিক সংকটে ভরা এক বিশ্বে বাস করছি। কিন্তু কেবল সংখ্যার দোহাই দিয়ে মানুষকে অমানবিক করে তোলা থেকে আমাদের বিরত থাকতে হবে।

জেসিন্ডা আরডার্ন চার বছরের বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়। তিনি ২০২৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। 

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য সংকটে এখন পর্যন্ত অন্তত ৪৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

 

মন্তব্য (০)





image

প্রবল শক্তিতে আঘাত হানার দ্বারপ্রান্তে সুপার টাইফুন, সবশে...

আন্তর্জাতিক ডেস্ক: হংকং উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপা...

image

‎৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে হামাসের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: ৬০ দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে অ...

image

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় কিমের

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে সম্পর্ক আরও ‘জোরদার’ করবে উত্তর কো...

image

গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাক...

image

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক :  জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্ত...

  • company_logo