• আন্তর্জাতিক

‎৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে হামাসের চিঠি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ৬০ দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে অবশিষ্ট ৪৮ জিম্মির অর্ধেক মুক্তি দিতে প্রস্তুত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার এক সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

‎তবে এ প্রস্তাব সম্বলিত চিঠি এখনো ট্রাম্পের কাছে পৌঁছায়নি। ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা ট্রে ইয়িংস্ট জানিয়েছেন, কাতারের কাছে থাকা ওই চিঠি এ সপ্তাহের শেষদিকে ট্রাম্পের হাতে পৌঁছাতে পারে।

‎চিঠিতে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধসমাপ্তি নিয়ে আলোচনা চলতে থাকলে যুদ্ধবিরতিও অব্যাহত থাকবে।

‎হামাসের এই প্রস্তাব এমন সময়ে এলো যখন ইসরাইল ‘গিডিয়ন্স চারিয়টস–টু’ অভিযানের মাধ্যমে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। শহরটির প্রায় অর্ধেক জনগণ ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে।

‎একই দিনে সৌদি গণমাধ্যম আল-আরাবিয়া জানায়, হামাসের কাছে আরও একটি প্রস্তাব পৌঁছেছে। এতে বলা হয়েছে, ১২ জিম্মি—যার মধ্যে ১০ জন জীবিত ও ২ জন মার্কিন জিম্মির লাশ—মুক্তির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো হামাস বা ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‎এই প্রস্তাব এমন সময়ে এসেছে যখন আগামী মাসেই ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার দুই বছর পূর্ণ হবে। সেদিন হামাসসহ অন্যান্য যোদ্ধা ও গাজার সাধারণ মানুষ দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং শত শত মানুষকে অপহরণ করে। পাল্টা হামলায় প্রায় দুই বছর ধরে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

‎গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

মন্তব্য (০)





image

প্রবল শক্তিতে আঘাত হানার দ্বারপ্রান্তে সুপার টাইফুন, সবশে...

আন্তর্জাতিক ডেস্ক: হংকং উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপা...

image

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় কিমের

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে সম্পর্ক আরও ‘জোরদার’ করবে উত্তর কো...

image

গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাক...

image

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক :  জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্ত...

image

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বেলজিয়ামও

নিউজ ডেস্ক : এবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিস...

  • company_logo