• শিক্ষা

গৎবাঁধা নিয়মে পড়াশোনা নয়, নিজেকে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের উপযোগী করে: পবিপ্রবিতে নবীনবরণে ছাত্রশিবির সেক্রেটারি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি : গৎবাঁধা নিয়মে পড়াশোনা নয়, নিজেকে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের উপযোগী করে- পবিপ্রবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পিএসটিইউ এর উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। শুরুতে পবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতিন নাঈম জীবন নবাগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন। এরপর শাখার পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কলতান শিল্পীগোষ্ঠী ইসলামি সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, পবিপ্রবি এর সভাপতি মো জান্নাতিন নাঈম জীবন। এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন  ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম, ফারিয়া তাহসিন, তৌসিফ মুসতাকিম এবং হাসিফা নাজনীন হেনা। এরপর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. হারুনুর রশিদ রাফি, ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পিএসটিইউ এর প্রধান পৃষ্ঠপোষক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: আব্দুল লতিফ এবং সর্বশেষে বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

ডাকসুর সদ্য নির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেন হয় ইতিবাচক উদ্যমে। প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি উপযোগী সংগঠন, নেতৃত্বগুণ এবং এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বিকশিত করতে হবে।" 

অনুষ্ঠানে স্টুডেন্টস ওয়েল্ফেয়ার এসোসিয়েশন এর প্রধান পৃষ্ঠপোষক  ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি। শুধু ভালো রেজাল্ট নয়, সততা, মানবিকতা ও সৃজনশীলতা দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের দক্ষতা বাড়াতে হবে, তবেই তোমরা দেশ ও সমাজের প্রকৃত সম্পদে পরিণত হবে।"

 সবশেষে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“আজকের নবীন শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ স্থপতি। তোমরা যদি জ্ঞান, চরিত্র, আদর্শ ও নৈতিকতার আলোয় নিজেদের জীবন গড়ে তোলো, তবে একদিন এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শিক্ষা কখনো কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম হতে পারে না; বরং শিক্ষা হতে হবে আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও মানবকল্যাণের হাতিয়ার। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তোমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে।"

তিনি বলেন "বিশ্ব রাজনীতির অস্থিরতা, সমাজে নৈতিক অবক্ষয় কিংবা অর্থনৈতিক চ্যালেঞ্জ— যে কোনো পরিস্থিতিতেই একজন শিক্ষার্থীকে দৃঢ় মনোবল ও সততার সঙ্গে এগিয়ে যেতে হয়। সৎ হওয়া ছাড়া সুন্দর দেশ গড়া অসম্ভব। ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে মনে রেখো— যোগ্যতা ও নৈতিকতার সমন্বয় ছাড়া প্রকৃত সফলতা সম্ভব নয়।"

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নিয়ে তার বক্তব্যে বলেন, "ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ ও নৈতিক চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। যার জন্য রয়েছে নানা শিক্ষামূলক কার্যক্রম, গবেষণা সুযোগ এবং সামাজিক উদ্যোগ। আমরা চাই তোমরা কেবল নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়ন, সমাজের পরিবর্তন ও মানবতার কল্যাণে অবদান রাখো।"

তিনি আরও বলেন "আমি বিশ্বাস করি— আজ যারা নবীন শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পাসে প্রবেশ করলো, তারাই আগামী দিনে আদর্শ নাগরিক, সৎ পেশাজীবী এবং দেশপ্রেমিক নেতা হয়ে উঠবে। তোমাদের ওপর আমাদের পরিবার, সমাজ ও দেশের অগাধ প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনকেও সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

সবশেষে নবীন শিক্ষার্থীদের খাবার পরিবেশনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

পিছিয়ে গেলো রাকসু নির্বাচন

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...

image

কুয়েটে সংঘর্ষ: সাত মাস পর ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

নিউজ ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শ...

image

‎আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের তাস...

নিউজ ডেস্কঃ জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ...

image

‎ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগের ফিরিস্তি তুলে ধরলো ছাত্রদল

নিউজ ডেস্কঃ ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লি...

image

চাকসু নির্বাচন: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (...

  • company_logo