• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে এই মামলায়।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সার্জেন্ট আজাদুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রধান দুই আসামি হলেন ভাঙ্গার হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ১৫ সেপ্টেম্বরের বিক্ষোভে একটি অ্যাম্বুলেন্স, পুলিশের তিনটি গাড়ি, সার্জেন্টদের ব্যবহৃত কিছু মোটরসাইকেল এবং অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে নগরকান্দা ও সালথাকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় বিক্ষোভ শুরু হয় এবং ধীরে ধীরে বিভিন্ন ইউনিয়নের মানুষ এতে যোগ দেন।

সর্বশেষ ১৫ সেপ্টেম্বর এই বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই হামলার জেরেই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপি অফি...

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত...

image

বগুড়ায় আদালত থেকে পালালো জোড়া হত্যা মামলার আসামি, জেলা ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ...

image

‎লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে ...

image

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আহত ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...

image

ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্টের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু ম...

  • company_logo