
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হতদরিদ্র মানুষদের নিয়মিত পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমবারের মতো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিজন কার্ডধারীদের মাঝে ১৫টাকা কেজিতে ৩০কেজি করে এই চাল বিতরণ করা হচ্ছে।
এই চালে ভিটামিন-এ, ভিটামিন-বি৬, বি১২, ফলিক এসিড, আয়রন ও জিংক রয়েছে। দু:স্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের দু:স্থ ও অসহায় মানুষের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে। বছরের ছয়মাস এই চাল বিতরণ করা হবে। পুষ্টিগুন সমৃদ্ধ এই চাল পেয়ে উপকৃত হচ্ছে হতদরিদ্ররা। প্রতিমাসে এই চাল বিতরণে সরকারের সুদৃষ্টি কামনা করেছে সুবিধাভোগীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম জানান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টে নতুন ভাবে এই চাল বিতরণ কার্যক্রম একযোগে শুরু করা হয়েছে। উপজেলার ৮৪৩৩জন সুবিধাভোগীরা এই পুষ্টিকর চাল পাচ্ছেন। প্রকৃত হতদরিদ্ররা যেন এই পুষ্টিকর চাল পান সেই লক্ষ্যে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষে উপজেলার ৬৪জন ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া ২২৩টি কার্ডধারীদের বিরুদ্ধে চাল নিয়ে খোলাবাজারে বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তদন্ত চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে চাল বিতরণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলায় যেন কোন স্বচ্ছল ব্যক্তি তথ্য গোপন রেখে এই সুবিধা নিতে না পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ একযোগে কাজ করছে। প্রকৃত সুবিধাভোগীদের মাঝে এই চাল পৌছে দিতে প্রশাসন বদ্ধ পরিকর। কোন অনিয়মকে বরদাস্ত করা হবে না বলে জানান এই কর্তকর্তা।
সোমবার সারা দেশের মতো নওগাঁর রাণীনগরের মাস্টারপাড়ার একটি পয়েন্টে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু ম...
মন্তব্য (০)