• সমগ্র বাংলা

দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আগামীকাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রায় নয় বছর পর আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছে পাল্টাপাল্টি নানা অভিযোগ। সঠিকভাবে কাউন্সিলর না করা এমনকি গঠনতন্ত্র অমান্যের মতো গুরুতর অভিযোগও উঠেছে জেলার শীর্ষ নেতার বিরুদ্ধে। 

সম্মেলন সফল করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। জেলার ১৩ উপজেলাসহ বিভিন্ন শাখা থেকে কাউন্সিলর করা হয়েছে ২ হাজার ৯০ জনকে। তবে কাউন্সিলর করা হয়নি জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট ফজলুর রহমান শিকদারসহ আওয়ামী লীগ আমলে জেল-জুলুম ও নানাভাবে নির্যাতিত অনেককেই।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি মাসুদ হিলালী বলেন, তারা যা শুরু করেছে টেন্ডারবাজি, সিএনজি স্ট্যান্ড দখল, কমিটি বাণিজ্য এগুলোর পরিণতি ভালো হবেনা।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন শিহাব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করেছি। পাঁচবার জেলে গিয়েছি। আমার দুটি কিডনি নস্ট হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার আমাকে বিদেশে গিয়ে চিকিৎসার জন্য পাসপোর্ট পর্যন্ত করতে দেয়নি। আওয়ামী লীগের পতনে সব দুঃখ ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার দলের জেলা সম্মেলনে আমাকে কাউন্সিলর করা হয়নি, এই দুঃখটা কার কাছে বলবো!

আওয়ামী লীগ সরকারের সময় টানা ১৭ মাস জেলখাটা জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী রুহুল আমিন বলেন, সম্মেলনে অনেক সাধারণ কর্মীদেরকে কাউন্সিলর করলেও আমাকে করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার পরও শরীফুল আলম গং আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী হিসেবে একটি মামলার আসামি করেছে। অথচ ওয়ান ইলেভেনসহ বড় কোনো আন্দোলন সংগ্রামে শরীফুল আলম গংদেরকে আমরা পাইনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি চোখ হারানো বিএনপি কর্মী জাহিদুল ইসলাম নিরব বলেন, আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থাকি, পুলিশের লাঠি ও গুলি খাই; অথচ কাউন্সিলর হয় সুবিধাভোগীরা।

তাদেরকে কাউন্সিলর না করা প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, থানা কমিটিগুলো নির্ধারিতদেরকেই কাউন্সিলর করেছে। আর উপদেষ্টাদের কোনো ভোট নেই। এছাড়া যাদের দীর্ঘদিনের গ্যাপ তারা মাঠে না থাকায় কাউন্সিলর করা হয়নি।

গুরুতর অভিযোগ উঠেছে একাধিক পদে থাকা জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের তৃতীয়বারের মতো সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা নিয়ে। তিনি কেন্দ্রীয় কমিটিরও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। একাধিক পদে থাকা গঠনতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করেছেন একাধিক নেতা। এ প্রসঙ্গে শরীফুল আলম বলেন, দলের চেয়ারম্যান বিশেষ কারণে দলের বৃহত্তর স্বার্থে একাধিক পদে থাকার অনুমোদন দিতে পারেন।

সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলনকে কেন্দ্র করে দলের ভিতরে চলছে নানা সমীকরণ।

মন্তব্য (০)





image

সাইকেল র‌্যালী ও মানববন্ধন বৈষম্য, স্বৈরাচার, গণহত্যা, ধ্...

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং এক...

image

গোপালপুরের যুবক অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোরিকশা চুরির...

image

ফরিদপুরে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যা...

image

গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান ...

 গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সনাতন...

image

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলায় শুক্রবার বাদ জুমা জুলাইয়...

  • company_logo