• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কুমিল্লায় মাজার ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২২০০

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারসহ কয়েকটি বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় তিতাস থানায় মামলা রুজু হয়েছে। এতে অজ্ঞাতনামাসহ ২২০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে গ্রামের ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মহসিন নামের এক যুবক আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয়রা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের শান্ত করেন। দুপুরে উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার মহসিনকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, ফেসবুকে আপত্তিকর ওই পোস্টকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আছাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা এবং ভাঙচুর চালায়। আগুন আশপাশের কিছু ঘরেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য আছাদপুর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রাম। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পুড়ে যাওয়া মাজারের ইট-টাইলস ও বিভিন্ন স্থাপনার পুড়ে যাওয়া অংশ।

মহসিনের মা মিনুয়ারা বেগম বলেন, ‘ছেলে অপরাধ করেছে তাকে পুলিশের হাতে তুলে দিছি।

এর পরও আমাদের মাজার ও বাড়ি ঘরে আগুন দেওয়া হইছে। এক কাপড়ে ঘর থেকে বাহির হইছি। টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ কিচ্ছু আনতে পারিনি। কোনোরকমে জীবন বাঁচাইছি। তারা সবাই আইস্যাই বাড়ি ঘরে আগুন ধরাই দিছে। কোনো কথা বলতে পারি নাই, এর আগে দেখি বাড়ি ও মাজারের চার দিকে আগুন ছড়াই পড়ছে।’

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অজ্ঞাতসহ প্রায় ২ হাজার ২০০ জনের নামে থানায় মামলা হয়েছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সময়ের কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হবে।’

 

মন্তব্য (০)





image

সাইকেল র‌্যালী ও মানববন্ধন বৈষম্য, স্বৈরাচার, গণহত্যা, ধ্...

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং এক...

image

গোপালপুরের যুবক অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোরিকশা চুরির...

image

ফরিদপুরে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যা...

image

গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান ...

 গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সনাতন...

image

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলায় শুক্রবার বাদ জুমা জুলাইয়...

  • company_logo