
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএসসি প্রকৌশলীদের ৩ দফা ও ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবি পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের সুপারিশ না দেয়া পর্যন্ত জনগণের ভোগান্তি হয়—এমন কোনো আন্দোলন কর্মসূচি না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা জানান, প্রকৌশলীরা নামের আগে ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন, অথবা নামের পরে লিখবেন কিংবা কিছুই লিখবেন না—এমন তিনটি প্রস্তাব এসেছে বৈঠকে। এসব নিয়ে পর্যালোচনা করবে কমিটি। দুই পক্ষের দাবিসমূহ খতিয়ে দেখতে প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের দুই পক্ষের ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, একজন শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন করে মোট ৬ সদস্যের কমিটি করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা অঙ্গীকার করেছেন। আজ থেকে আর কোনো আন্দোলন হবে না। তাদের কর্মসংস্থানের অভাব আছে। সেটা বাড়াতে সরকারি দফতরে শূন্য পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের সত্যি ভাবতে হবে, কত দিন বিদেশিরা আমাদের এখানে সেতু, বিদ্যুৎকেন্দ্র ও সড়ক বানিয়ে দেবে। আমরা ঠিক করব, বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান থাকলে তারা নির্দিষ্ট অনুপাতে বাংলাদেশের প্রকৌশলীদের নেবেন। আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতি জোর দিয়েছি।
নির্বাচন সামনে রেখে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দেয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান ফাওজুল কবির খান।
আলোচনা করে সব সমস্যার সমাধান করা সম্ভব জানিয়ে তিনি বলেন, আগেও সরকারি কর্মকর্তাসহ এনবিআর কর্মকর্তাদের আন্দোলনও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ...
নিউজ ডেস্কঃ দেশের বিখ্যাত সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর...
নিউজ ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্...
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক...
মন্তব্য (০)