
ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি : বৃষ্টির পানিতে ভেসে যাওয়া পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রবল বৃষ্টিতে কোদালিয়া গ্রামের শোয়েব আলীর পুকুর ভেসে যায়। ভেসে যাওয়ার মাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি গ্রুপের লোকজন। এ নিয়ে পুকুর মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে টুকু মুন্সির সমর্থকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে ওই ঘটনার জের ধরে মঙ্গলবার স্থানীয় বিএনপির নেতার জানাযার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন পুকুরের মালিক শোয়েব। টুকু মুন্সি গ্রুপের লোকজন তার ওপরে হামলা চালায়। ওই ঘটনার জেরে বুধবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের নারী ও পুরুষ সহ অন্তত ১৯ জন আহত হন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্ইু দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে সীমান্ত অতিক্রম ভারতে প্রবেশের ...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্...
পটুয়াখালী প্রতিনিধি : আমরা চাই সবুজ পৃথিবী, ধোঁয়াশা মুক্ত আ...
পাবনা প্রতিনিধি : কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর আয়োজনে ...
রংপুর ব্যুরো :রংপুরে বৈষম্যবিরোধী আন্দোল...
মন্তব্য (০)