• সমগ্র বাংলা

দিনাজপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের রেলপথ রাজপথ অবরোধ বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পদোন্নতি এবং নিয়োগ সংক্রান্ত ৭ দফা দাবি আদায়ে দিনাজপুরের রাজপথ রেলপথের অবরোধের কর্মসুচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপ্লোমা প্রকৌশলীরা) শিক্ষার্থীরা।

আজ সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত  ৪ ঘন্টাব্যাপি নিমনগর ফুলবাড়ী বাস স্টান্ড এবং একই স্হানে রেলপথে অবস্হান নিয়েছিল তারা। এতে ঢাকাগামী দ্রুতযান এবং রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নামের ২টি ট্রেন স্টেশনে আটকা পড়ে। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে  চলতে পারেনি যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাতায়াতকারিরা।

 আন্দোলনকারিদের সাথে সংহতি প্রকাশ করেন ইনস্টিটিউটের শিক্ষাকরা। দুপুর ১টার দিকে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করেন সেনা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারিদের সাথে সমঝোতায় পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পরে বিলম্বে ছেড়ে গেছে ট্রেন ২টি। স্বাভাবিক অবস্হায় ফিরে সব ধরনের যানবাহন চলাচল। 

৭ দফা দাবির মধ্যে রয়েছে 

১.উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংরক্ষণ: কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণদের জন্য।

২.পদোন্নতির কোটা বৃদ্ধি: বর্তমান ৩৩% থেকে ৫০% করা।

৩.প্রশাসনিক পদে নিয়োগ: প্রশাসন ক্যাডার থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সুযোগ প্রদান।

৪. বিএসসি প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ: ডিপ্লোমা প্রকৌশলীদের সুবিধার জন্য।

৫.জনবল কাঠামোতে সমন্বয়: বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত নির্ধারণে ১:৫।

৬.প্রশাসনিক পদে পদোন্নতি ও সুবিধা: ন্যায্য সুযোগ নিশ্চিত করা।

৭. অন্য সকল দাবির সমাধান ও ন্যায্য কর্মসংস্থান: ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সুরক্ষা।

মন্তব্য (০)





  • company_logo