ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ সভাপতি এবং দৈনিক সমকালের সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আবু নাসের হুসাইন পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মনির মোল্যার প্রাপ্ত ভোট ৬টি।
সিনিয়র সহ-সভাপতি পদে বাংলানিউজ২৪.কম ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হারুন-অর-রশীদ ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পল্লী বাংলার লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের মো. আজিজুর রহমান (আজিজ) এবং দৈনিক নয়া দিগন্তের মো. রেজাউল করিম। অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিনের মোশাররফ হোসেন মাসুদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. শফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর), দপ্তর সম্পাদক: মো. লাভলু মিয়া (দৈনিক সময়ের আলো), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. পারভেজ মিয়া (দৈনিক প্রতিদিনের কাগজ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক: নিজাম তালুকদার (দৈনিক সমাজের বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আকাশ সাহা (দৈনিক কালবেলা)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভারের এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের শরিফুল হাসান এবং দৈনিক ইত্তেফাকের জাকির হোসেন।
দিনাজপুর প্রতিনিধি : নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং মফস্বল সাংব...
নিজস্ব প্রতিবেদকঃ অর্থনীতিতে নোবেলজয়ী জোসেফ ই. স্টিগলিৎজ একট...
নিউজ ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষ...
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘট...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরাম...

মন্তব্য (০)