• স্বাস্থ্য

পটুয়াখালী হাসপাতালে জনবল বিপর্যয়: প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ দাবী

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে জনবল সংকট দিন দিন প্রকট আকার ধারণ করেছে। চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীর ঘাটতির কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন রোগীরা। এ পরিস্থিতি নিরসনে স্থানীয় জনগণের স্বাক্ষর-সমর্থিত আবেদনপত্র হাসপাতাল পরিচালকের নিকট জমা পরবর্তী পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল  ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই রাজনৈতিক ফেলো।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় পাশা ট্রেনিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমীন হাওলাদার এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মাহমুদ)।

এসময় জেলা বিএনপি নেতা সাবেক যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা।

বক্তারা বলেন, “হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত টয়লেট সুবিধা, রোগীদের বসার জায়গা, ওষুধ সরবরাহ এবং মানসম্মত সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কিন্তু সংকটের মূল কারণ হলো জনবল ঘাটতি। বেডের তুলনায় প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকেন, অথচ প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই। সহায়ক কর্মীর স্বল্পতার কারণে পরিবেশ ও সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা আরও উল্লেখ করেন, কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত জনবল নিয়োগের জন্য আবেদন করেছে। সঠিক সময়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ হলে হাসপাতালের বর্তমান অব্যবস্থাপনা দূর হবে এবং সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।

এসময় বক্তারা প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “একটি হাসপাতাল শুধু চিকিৎসার স্থান নয়, এটি রোগীর মানসিক প্রশান্তি ও আরোগ্যের কেন্দ্র। জনবল নিয়োগ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে রোগীদের দ্রুত আরোগ্য লাভ ও মানসিক প্রশান্তি অর্জন সহজ হবে। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ সদর হাসপাতালের উপর নির্ভরশীল হওয়ায় সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo