• সমগ্র বাংলা

সাংবাদিক নির্যাতনের মামলায় ১০দিন পর জামিনে মুক্ত কুড়িগ্রামের সেই ডিসি ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন মধ্যরাতে সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। 

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত কনে কারাগারের জেলার এজি মাহমুদ।

‎সাংবাদিক নির্যাতনের মামলায় ২ সেপ্টেম্বর বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎প্রসঙ্গত, প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

‎এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় সারাদেশে তোলপাড় হয়।

‎কারামুক্ত হয়ে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ কুড়িগ্রাম সদর থানায় অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন।

মন্তব্য (০)





  • company_logo