
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি:'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন অটোরিক্সা চালক। ভিকটিম নিখোঁজ হওয়ার দুইদিন পর গত ২০ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার পূর্বদিকে জনৈক আব্দুর রশিদ মাস্টারের মাছের প্রজেক্ট এর পূর্ব পার্শ্বে সতী নদীর পশ্চিম তীরে ভিকটিম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তলের লাশ পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড -১৮৬০।
পরবর্তীতে ঘটনাটি র্যাব-১৩, সিপিএসসি এর নজরে আসলে তারা অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর ও সদর কোম্পানি, র্যাব-০৪, মিরপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল বিকাল ০৩.৩০ ঘটিকায় ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মোঃ মাহফুজার রহমান মামুন (৪২), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- উত্তর দলগ্রাম, থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলত...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা এলাক...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অ...
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৮ বোতল ফে...
ঝিনাইদহ প্রতিনিধি : লিবিয়ায় কাজ ক...
মন্তব্য (০)