
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: জেন-জি'র ব্যাপক বিক্ষোভের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একইসঙ্গে আহ্বান জানান, সহিংসতা বন্ধের। তবে আন্দোলনকারীরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই একমাত্র ইস্যু নয়, সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদের এ প্রতিবাদ। তাই রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের।
শুরুতে অনড় থাকলেও জেন-জির তুমুল বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার মধ্যরাতে কেবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। তার এ বৈঠকের পরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান দেশটির তথ্য ও যোগাযোগ-মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং।
যদিও সোশ্যাল মিডিয়া বন্ধের জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি সরকার। পার্লামেন্ট ভবন ঘিরে সহিংসতার ইস্যুতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে তারা। আগামী ১৫ দিনের মধ্যে যাদের প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। তবে জেন-জির প্রতি আহ্বান জানায়- বিক্ষোভের ইতি টানার।
সরকারের এ আহ্বানকে থোরাই কেয়ার করছে নেপালের তরুণ প্রজন্ম। এরইমধ্যে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। কারণ হিসেবে বলছে, তাদের এ বিক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নয় বরং ক্ষমতাসীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে।
নেপালজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, এক্সসহ প্রায় ২৬ টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে জেরে সোমবার সকাল থেকে রাজপথে বিক্ষোভে নামে জেন-জি। দুপুরের দিকে পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের চেষ্টা করে তারা। তাদের বাধা দিলে এক পর্যায়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তাদের দমাতে গুলি, টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। আর এতেই ঘটে হতাহতের ঘটনা।
আন্দোলনকারীদের অভিযোগ তাদের লক্ষ্য করে সরাসরি গুলি করেছে পুলিশ। আর এখনও পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের সবাই পুলিশের গুলিতেই নিহত হন। এরইমধ্যে হতাহত ছাত্র-জনতার নৈতিক দায় কাঁধে নিয়ে ক্ষমতা ছেড়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
নিউজ ডেস্ক : বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর...
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপাল...
আন্তর্জাতিক ডেস্ক: কারফিউ উপেক্ষা করে মঙ্গলবারও (৯ সেপ্...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাক...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের উদ্বোধনী অন...
মন্তব্য (০)