• আন্তর্জাতিক

জেন-জির বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি; নিহত ৮

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেন-জির আন্দোলনে উত্তাল নেপাল। এ বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে এখন পর্যন্ত ৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।

‎আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তাবাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, অপব্যবহার রোধে সরকার নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয় নেপাল।

‎যে কারণে ফুঁসে উঠেছে নেপালের জেন-জিরা
‎দেশটির সরকার সূত্রে জানা যায়, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে, যেখানে ৩ কোটি জনসংখ্যার ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করেন।

‎রয়টার্স বলছে, গত বুধবার পর্যন্ত এসব সামাজিক প্ল্যাটফর্মকে নিবন্ধন করার সবশেষ সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। বৃহস্পতিবার নেপালি সরকার দেশটির টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেয়।

‎নেপালে পার্লামেন্ট ভবনে জেন-জির ‘হামলা’
‎সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভে নামে হাজার হাজার তরুণ।

‎জাতীয় পতাকা উড়িয়ে, জেনারেশন জেড বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ শুরু করে এবং তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।

‎সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়েছেন।

‎ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেপালে লাখ লাখ ব্যবহারকারী রয়েছেন— যারা বিনোদন, সংবাদ ও ব্যবসার জন্য এ মাধ্যমগুলোর ওপর নির্ভর করে থাকে।

মন্তব্য (০)





image

‎থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাক...

image

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল স...

আন্তর্জাতিক ডেস্ক: জেন-জি'র ব্যাপক বিক্ষোভের জেরে স...

image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধন কাল

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের উদ্বোধনী অন...

image

‎সংসদ ভবনে ঢুকে পড়েছে জেন-জিরা- রণক্ষেত্র কাঠমান্ডু, পুলি...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়ার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে নেপাল। রণক্ষেত্রে পরি...

image

সামরিক হেফাজতে হৃদরোগে ভুগছেন মিয়ানমারের সু চি, ছেলের অভি...

নিউজ ডেস্কঃ মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি হৃদরোগ...

  • company_logo