
প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি ফিচার এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, ছবি বা অফিসিয়াল ফাইল আদান-প্রদান করা সবারই দৈনন্দিন অভ্যাস। প্রতিদিন প্রায় কয়েকশ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন, যেখানে গড়ে ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদানের ঘটনা ঘটে।
অনেক সময় মন খারাপ বা খুব খুশি অনুভূতি কারো সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা হয়। কিন্তু কাছের কেউ নাও থাকতে পারেন। সেই জন্য সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে ‘পরম বন্ধু’, যেখানে সহজেই মনের কথা প্রকাশ করা যায় স্ট্যাটাসের মাধ্যমে। তবে অনেক সময় দেখা যায়, এমন কেউও স্ট্যাটাস দেখে ফেলছে যাকে তা দেখাতে চান না।
এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। এটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে জনপ্রিয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা ঘনিষ্ঠ বন্ধুদের একটি তালিকা তৈরি করতে পারবেন। এই তালিকার সদস্যরা স্ট্যাটাস শুধু দেখতে পাবেন। স্ট্যাটাস দেখার সময়সীমা আগের মতোই ২৪ ঘণ্টা।
এর আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ারের জন্য তিনটি অপশন ছিল:
মাই কন্ট্যাক্টস: কন্টাক্ট লিস্টের সবাই স্ট্যাটাস দেখতে পারবে।
মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট: নির্দিষ্ট কিছু মানুষকে স্ট্যাটাস দেখানো হবে না।
অনলি শেয়ার উইথ: নির্দিষ্ট মানুষদের জন্য স্ট্যাটাস শেয়ার করা যাবে।
নতুন ‘ক্লোজ ফ্রেন্ড’ অপশন যোগ হওয়ায় ব্যবহারকারীরা শুধু ঘনিষ্ঠ বন্ধুদের জন্য স্ট্যাটাস ভাগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। শুধুমাত্র মেসেজ আদান-প্রদানের জন্য নয়, অফিসিয়াল কাজও অনেকেই এখন এই অ্যাপের মাধ্যমে করছেন। সেই কারণে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার ও আপডেটের মাধ্যমে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে।
তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান ...
নিউজ ডেস্কঃ স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য...
নিউজ ডেস্ক : রোবট কথা বলে, গান গায়। রোবট খেলে, নাচে, দৌড়ায়। কৃত্রিম বৃদ্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে সব ধরনের প...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ অব ...
মন্তব্য (০)