ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০’-এর জন্য আগামী ১৪ অক্টোবর থেকে কারিগরি সহায়তা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এর ফলে এই তারিখের পর থেকে উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে, কারণ বন্ধ হয়ে যাবে নিয়মিত নিরাপত্তা আপডেট।
মাইক্রোসফট ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এ বিনামূল্যে আপগ্রেড করতে উৎসাহিত করছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিশ্বজুড়ে প্রায় ১.৪ বিলিয়ন ডিভাইসে উইন্ডোজ ব্যবহৃত হয়, যার মধ্যে প্রায় ৪৩ শতাংশেই উইন্ডোজ ১০ চলছে।
তবে, স্ট্যাটকাউন্টার-এর এক সমীক্ষা অনুযায়ী, প্রায় এক চতুর্থাংশ ব্যবহারকারী জানিয়েছেন যে তারা সহায়তা বন্ধ হওয়ার পরও উইন্ডোজ ১০ ব্যবহার চালিয়ে যাবেন। অন্যদিকে, প্রতি সাতজনের একজন জানিয়েছেন, তারা নতুন কম্পিউটার কেনার পরিকল্পনা করছেন।
ভোক্তা অধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি ব্যবহারকারীদের ওপর অপ্রয়োজনীয় খরচ চাপাবে এবং পরিবেশগত বর্জ্য বাড়াবে।
যুক্তরাষ্ট্রের ‘মেরামতের অধিকার’ আন্দোলনের নেতা নাথান প্রক্টর বলেন, “মানুষ স্বল্পস্থায়ী ডিভাইস নিয়ে বাঁচতে ক্লান্ত, যা মেরামত করা যায় না বা সফটওয়্যারের সহায়তা হারায়। আমরা টেকসই প্রযুক্তি চাই।”
মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প রাখা হয়েছে—
. উইন্ডোজ ১১-এ আপগ্রেড করা
. এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ESU)-এর জন্য সাইন আপ করা, যা আরও ১২ মাস নিরাপত্তা আপডেট দেবে।
. এই বিকল্পগুলো কম্পিউটারের ‘সেটিংস’ > ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অংশে পাওয়া যাবে।
যেসব কম্পিউটার উইন্ডোজ ১১ চালানোর উপযুক্ত নয়, তারা চাইলে অক্টোবর ২০২৬ পর্যন্ত বর্ধিত নিরাপত্তা আপডেট চালু রাখতে পারবেন।
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের নতুন ফিচার
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তির পর থেকে মাইক্রোসফট নিয়মিত আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১০ সচল রেখেছে। এখন সেটির সহায়তা বন্ধ হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, এটি ভোক্তা ও পরিবেশ উভয়ের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
নিউজ ডেস্কঃ বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউজারদের ডেটা সুরক্ষায় আরও একটি নতুন পদক্ষেপ নিয়ে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বেশিরভাগ সময় ফ্যান ও এসি একসঙ্গে চালানোয় ব্যবহারক...
তথ্য প্রযুক্তি ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে ফেসবুকের জনপ্রিয়তা। এর অন্যতম...

মন্তব্য (০)