
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের দুর্নীতির অভিযোগে তার তদন্ত ও অপসারণের দাবিতে অফিসের গেইটে ব্যানার ঝুলানো হয়েছে।
গত শনিবার ও রোববার দিনভর নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলতে দেখা যায়। জেলার সর্বস্তরের ঠিকাদার ও সচেতন মহলের উদ্যোগে ব্যানার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী মির্জা আজমের মাধ্যমে তদবির করে ২০২৩ সালের নভেম্বর মাসে জামালপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন জাকির হোসেন। এরপর থেকেই জেলায় কোটি কোটি টাকার কাজে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। নানা অপকৌশলে ঠিকাদারদের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।
সরকারি বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সব কর্মকাণ্ডই নিজের ইচ্ছামতো করে আসছেন তিনি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের আশীর্বাদপুষ্ট এই প্রকৌশলীর বিরুদ্ধে কথা বলার সাহস করেননি কেউ।
ঠিকাদার ও স্থানীয়দের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর লাগামহীন দুর্নীতির কারণে জেলার উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রকৌশলী তার সীমাহীন ঢাকতে দুর্নীতির প্রতিবাদকারী ঠিকাদারদের লাইসেন্স বাতিলের হুমকি দেন জানা গেছে ।
সম্প্রতি তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ঠিকাদার ও সচেতন নাগরিকরা তার দুর্নীতির তদন্তে ও অপসারণের দাবিতে তার কার্যালয় ও উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে দেন।
জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই নির্বাহী প্রকৌশলীর দুর্নীতিসহ নানা অপকর্মের কথা শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের আমল থেকে এখন পর্যন্ত বিনা বাধায় অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন তিনি। এখন ঠিকাদারদের প্রতিবাদের মাধ্যমে সেটি জনগণের সামনে চলে এসেছে। তিনি এ ব্যাপারে তিনি তদন্তের দাবি জানান।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। অবশেষে সোমবার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে তাকে খুদে বার্তা পাঠানো হয়। তবুও তার কোনো উত্তর পাওয়া যায়নি।
গণপূর্ত অধিদফতর টাঙ্গাইল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি জানেন না তিনি । তিনি আরো বলেন- দুর্নীতির অভিযোগে যেহেতু অফিসের ফটকে ব্যানার ঝুলানোর ঘটনা ঘটেছে। সেহেতু তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউন...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে স্থানীয় জনসাধারণের অনির্দিষ...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুন...
মন্তব্য (০)