• সমগ্র বাংলা

পাবনায় মধুচক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সম্প্রতি মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের মাদকদ্রব্য সেবন, অশ্লীলতা ও বিভিন্ন কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় পৌর সদরের আমতলা থানা মোড়ে এই সকল ঘটনার সাথে জড়িত মধুচক্রের সকল সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়। 

চাটমোহরের নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, পৌর যুবদল, পৌর ছাত্রদল, উপজেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। চাটমোহরের সুশীল সমাজ, ছাত্র, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহর পৌর সদর ও এর আশপাশে বসবাসরত কয়েকটি পরিবারের উশৃংখল কিশোর কিশোরী ও যুবক যুবতী সম্প্রতি একটি মধুচক্র তৈরি করেছেন। যে চক্রে বুঝে নাবুঝে শিশু-কিশোররা ঝুঁকে পড়ছেন। বিভিন্ন অসামাজিক কর্মকান্ড, কিশোর গ্যাং, মাদক সেবন, ব্ল্যাকমেইলিং সহ নানাবিদ অপরাধই যাদের নেশা। দীর্ঘদিন পর্দার আড়ালে এ সকল ঘটনা ঘটলেও সম্প্রতি একটি চক্রের ইয়াবা সেবন, গাজা সেবন, মদ সেবন, অশ্লীল নিত্য সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের চোখের সামনেই এগুলো ঘুরতে থাকে দিনের পর দিন। প্রশাসনকে বিভিন্ন সময় জানানোর পরেও এখন পর্যন্ত প্রশাসন এ সকল মধুচক্রের সাথে সংশ্লিষ্ট কোন সদস্যকে আটক করতে পারেনি। তাই সুপরিচিত এই সকল মধুচক্রের সদস্যদের আটকের দাবি ও চাটমোহরের যুবসমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে এই সকল অশ্লীলতা, মাদক সেবনকারীকে আটক না করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চাটমোহরের সাধারণ মানুষ।

মন্তব্য (০)





image

পাবনায় মাকে মারধোর করায় ছেলে-বৌসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ ...

image

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগ...

image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে...

image

চাটমোহরে অশ্লীলতা মাদক ও নগ্নতার প্রতিবাদে মানববন্ধন; জড়ি...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প...

image

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে...

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্র...

  • company_logo