
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সফরে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে শাহবাজ শরিফ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। এর আগে তিনি যুক্তরাজ্য সফর করবেন। সফরে তার সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দার যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে অক্টোবর মাসে মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের প্রস্তুতিও চলছে। পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করতে পারে।
অন্যদিকে, ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানি রপ্তানিপণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একে দুই প্রশাসনের যৌথ সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ।
মার্কিন সরকার পাকিস্তানি পণ্যের ওপর বর্তমানে ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা পূর্বে প্রস্তাবিত হারের তুলনায় ১০ শতাংশ কম। তুলনামূলকভাবে, ভারতীয় রপ্তানির ওপর শুল্ক ধরা হয়েছে ২৫ শতাংশ।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শুল্ক কমানোর এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে পাকিস্তানি পণ্যের নতুন সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে টেক্সটাইল খাত এতে সবচেয়ে বেশি লাভবান হবে, যা দেশটির রপ্তানির প্রধান ভরসা।
নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পর এবার গাজার...
নিউজ ডেস্ক : ভারতের সংসদ অনলাইন জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে একটি গুরু...
নিউজ ডেস্ক : অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝ...
নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের ...
মন্তব্য (০)