
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত সপ্তাহে আংটি পরিয়ে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বাগদানের প্রস্তাব দেন। ৩১ বছর বয়সী এই মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন আর পরের সব জীবনেও।’ ছবিতে দেখা যায় বিশাল এক আংটি, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে। তবে এবার জানা গেল রোনালদো ভুল আংটি দিয়ে প্রপোজ করেছিলেন জর্জিনাকে।
জুয়েলারি বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজের মতে, এই আংটি বাগদানের জন্য উপযুক্ত নয়। তিনি কোরিয়েরে দেল্লো স্পোর্তে-কে বলেন, ‘এটা বাগদানের আংটির মানদণ্ড পূরণ করে না। কারণ এটা বিশাল আর ভারী। প্রায় ৪০ ক্যারেট ওজনের এই পাথর আসলে আংটির জন্য নয়, বরং নেকলেসে মানানসই। আঙুলে এমন আংটি অস্বস্তি তৈরি করে, স্বাভাবিক নড়াচড়া কমিয়ে দেয়। কেবল আংটির ডিজাইন বা সেটিং ঠিক আছে, বাকিটা ভুল।’
তিনি আরও জানান, এই আংটি আসলে প্রতিদিনের ব্যবহারের প্রতীক নয়। তার ভাষায়, ‘এগুলো বড় আর ঝকঝকে আংটি, যা বিশেষ আয়োজন বা উৎসবের জন্য বানানো হয়, প্রতিদিনের ভালোবাসা আর প্রতিশ্রুতির প্রতীক নয়। বাগদানের আংটি সাধারণত হলুদ বা সাদা সোনার হয়, আরামদায়ক হয় এবং আঙুল নড়াচড়া করতে দেয়। কারণ এটা প্রতিদিন পরার জন্য, যা ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক। মূলত এই আংটি বেশি মানায় গালা বা ককটেল অনুষ্ঠানে নজর কাড়তে, কিন্তু প্রতিদিনের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে নয়।’
এদিকে, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন রোনালদো-রদ্রিগেজ, তা এখনো স্পষ্ট নয়। ২০১৬ সালে শুরু হওয়া তাদের সম্পর্ক এরই মধ্যে তিন সন্তানের জন্ম দিয়েছে। অন্যদিকে রোনালদো এখন মাঠের প্রস্তুতিতে ব্যস্ত। সামনে রয়েছে সৌদি সুপার কাপের ফাইনাল, যেখানে আল-নাসর খেলবে আল-কাদিসিয়া অথবা আল-আহলির বিপক্ষে।
স্পোর্টস ডেস্ক: ডারউইনে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও আবারও অস্...
স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুট...
স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী, শমিত সোমদের পর কিউবা মিচেল। ব...
স্পোর্টস ডেস্ক : মূল জার্সি হলুদ আর সবুজ, তবে অ্যাওয়ে জার্সি...
মন্তব্য (০)