• খেলাধুলা

লালমনিরহাটে ফুটবলার মুনকি আক্তারকে সংবর্ধনা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করায় গর্বিত ফুটবলার মোছা: মুনকি আক্তারকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা।

রবিবার  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ এম রকিব হায়দার। 

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী পরিচালক আবদুস সালাম শিকদার,জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন,কোচ শরিফুল ইসলাম ও আইয়ুব আলী সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগন।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুনকি আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে।

এ সময় মুনকি আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, “লালমনিরহাট একটি অবহেলিত জেলা। আমি সরকারের কাছে অনুরোধ জানাই,আমাদের খেলাধুলার জন্য পাটগ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক।”

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, মুনকি আক্তারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সেই সাথে আরো যারা নারী খেলোয়াড় রয়েছেন তাদেরকেও সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে।তিনি আরও বলেন, “আমরা চাই মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক। যেহেতু মুনকির পরিবার আর্থিকভাবে অসচ্ছল। তাই তাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

সেমির সমীকরণ কঠিন হলো বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ডারউইনে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদে...

image

রোনালদোর প্রপোজের আংটি নিয়ে বিতর্ক, করে বসেছেন বিরাট ভুল!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত সপ্তাহে আংট...

image

সুয়ারেজের জোড়া পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও আবারও অস্...

image

ভুটানকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুট...

image

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে নিয়ে যেতে চান কিউবা

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী, শমিত সোমদের পর কিউবা মিচেল। ব...

  • company_logo