• সমগ্র বাংলা

সম্মানজনক ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন বাকৃবি অধ্যাপক মিনারা খাতুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন খাতুন ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী ষ্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন।

 

সম্প্রতি রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে ও এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক তার হাতে সনদ তুলে দেন।

 

শনিবার (১৬ আগস্ট) ড. মিনারা খাতুন তার এই অর্জনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কঠোর প্রশিক্ষণ ও উচ্চপর্যায়ের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়েছে। এই সনদ শুধু সম্মানই নয়, বরং দেশসেবায় নতুন উদ্দীপনা জোগাবে।’

 

গত ১৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা ও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বিষয়ে সিনিয়র নেতাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হয়। অংশগ্রহণকারীরা কেস স্টাডি, সিমুলেশন ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃক্ষেত্রীয় নেটওয়ার্ক তৈরিতে প্রশিক্ষণ নেন।

 

ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স যার লক্ষ্য কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সূক্ষ্ম চিন্তাভাবনার বিকাশ, আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার নেতৃত্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক সমন্বিত ধারণা গড়ে তোলা।

 

কোর্স আয়োজকরা বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট, প্রাকৃতিক দুর্যোগ ও জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

 

তাদের ভাষ্য অনুযায়ী, ক্যাপস্টোন কোর্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সিভিল সোসাইটি সদস্য এবং আইন বিশেষজ্ঞরা কৌশলগত ভাবনাকে বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়ার দক্ষতা অর্জন করেন। কোর্স শেষ করাটা প্রতিটি অংশগ্রহণকারীর পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় দায়িত্ব পালনে তাদের প্রস্তুত করে।

মন্তব্য (০)





image

চলনবিল অঞ্চলের দেশী মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় মাঠে নেমেছে...

পাবনা প্রতিনিধিঃ মাছের রাজ্য চলনবিল। একসময় নাকি গৃহিণী চূলায়...

image

৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহম...

image

পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত

পাবনা প্রতিনিধিঃ পাবনায় উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ...

image

জামালপুরে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সম...

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগষ্ট জামালপুর ...

image

কুড়িগ্রামে একই পরিবারের তিনজনকে হত্যার বিচার দাবীতে মানব...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ...

  • company_logo