
ছবিঃ সিএনআই
পটুয়াখালী প্রতিনিধি : দক্ষ জনশক্তি গঠন করে দেশকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকালে একথা বলেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ সময় তিনি বলেন, বিগত ১৬টি বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। আমরা চেষ্টা করছি দলমত নির্বিশেষে মেধাবীরা যেন মূল্যায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো.ওয়ালীউল্লাহ,নিয়োগ বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামি বাংলাদেশ'র আমির মাওলানা আবদুল কাইউম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল ওহাব, নূরে আলম মুরাদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নিয়োগ পরীক্ষার্থীগণ, অভিভাবকগণ এবং সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য এদিন মাদ্রাসার একজন ইবতেদায়ী প্রধান, ২ জন অফিস সহকারি, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান জানান, আজ ৫টি পদের অধীনে এবতেদায়ী পদে ৩ জন, অফিস সহকারী পদে ২২ জন, ল্যাব সহকারী পদে ৭ জন, আয়া পদে ৫ জন সহ মোট ৩৭ জন নিয়োগ প্রত্যাশি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ দিতে পরীক্ষা কমিটির সকলে একমত হয়েছেন।
পাবনা প্রতিনিধিঃ মাছের রাজ্য চলনবিল। একসময় নাকি গৃহিণী চূলায়...
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহম...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগষ্ট জামালপুর ...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ...
মন্তব্য (০)