• সমগ্র বাংলা

পাবনায় বিদেশি পিস্তল-গুলিসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ১৫ আগস্টকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা পৌর এলাকার নারিচা থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন, পৌর শহরের ভূতের গাড়ি এলাকার মো. শাহান আলী (২৩) ও রিয়াদ হোসেন (২১)। 

গ্রেপ্তারকৃত দু'জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছেন আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন।

তিনি জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চলছিল। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের পৌর এলাকার নারিচায় শাওন চা ফ্যাক্টরির কাছে অপরাধী শনাক্তে তল্লাশি কার্যক্রম চলমান থাকা অবস্থায় রাত দেড়টার দিকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল চালিয়ে ভূতের গাড়ি ইসলামপাড়া থেকে বকুলের মোড়ের দিকে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে রাখা ইউএসএয়ের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পিস্তলে ভর্তি অবস্থায় চার রাউন্ড গুলি জব্দ করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। পরে জব্দ করা পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ তাদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়।

এবিষয়ে শুক্রবার(১৫ আগস্ট) দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘ঈশ্বরদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের সময় পুলিশ ফাঁড়ির সদস্যরা তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। তারা বিদেশি পিস্তল কোথায় পেল, তাদের কী উদ্দেশ্য ছিল, জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।’

মন্তব্য (০)





image

জামালপুরে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই আটক-৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে ৩৩ প...

image

‎উলিপুরে ক্যান্সারে আক্রান্ত কোহিনুর, বিত্তবানদের সহযোগিত...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরা...

image

লালমনিরহাটে যুব সমাজের উদ্যোগে বর্ণিল আয়োজনে যুব দিবস উদ...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দ...

image

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড: উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে ...

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া শহরের ছোট কুমিড়ায় ব...

image

‎সারাদেশের রেস্তোরাঁ মালিকদের আনা হবে এক ছাদের নিচে, বগুড়...

সঞ্জু রায়, বগুড়া: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক ...

  • company_logo