• সমগ্র বাংলা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন উদ্যোগ, স্বাস্থ্যখাত, হজ ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের নানা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরপরই জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে আশার বিষয় হলো—ইতোমধ্যে কিছু উদ্যোগের ফলে সীমিত পরিসরে হলেও জনদুর্ভোগ লাঘব হয়েছে। তিনি জানান, ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে শোলমারী স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে এবং পানি অপসারণে পাম্প স্থাপন করা হয়েছে। বর্তমান রোপা আমন মৌসুমে কৃষকদের ক্ষতি এড়াতে এবং সর্বাধিক জমিকে আবাদযোগ্য রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতের পরিস্থিতি নিয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক জানান, দেশে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও সতর্কতা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে টব, ডাবের খোসা, পুরাতন টায়ারসহ যেকোনো পাত্রে দীর্ঘসময় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, আগামী অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী জানান, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ৩০ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই এবং হজযাত্রীদের প্রাপ্য সুযোগ-সুবিধায় কোনো ব্যত্যয় ঘটে না।

মৎস্য খাতের চলমান কর্মসূচি নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, আগামীকাল থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে খুলনায় সকাল ৯টায় শহিদ হাদিস পার্কের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা।

মন্তব্য (০)





image

জামালপুরে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই আটক-৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে ৩৩ প...

image

‎উলিপুরে ক্যান্সারে আক্রান্ত কোহিনুর, বিত্তবানদের সহযোগিত...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরা...

image

লালমনিরহাটে যুব সমাজের উদ্যোগে বর্ণিল আয়োজনে যুব দিবস উদ...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দ...

image

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড: উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে ...

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া শহরের ছোট কুমিড়ায় ব...

image

‎সারাদেশের রেস্তোরাঁ মালিকদের আনা হবে এক ছাদের নিচে, বগুড়...

সঞ্জু রায়, বগুড়া: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক ...

  • company_logo