
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : টালিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ক্যান্সার, হৃদ্রোগ ও কিডনি জনিত রোগভোগের মঙ্গলবার সকাল ১০টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্থান টাইম জানিয়েছে, প্রায় ছয় মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভর্তি হওয়ার পর থেকেই রাখা হয়েছিল আইসিইউতে। ক্যান্সাসারে আক্রান্ত বাসন্তী দেবীর বুকে পেসমেকার বসানো ছিল। এছাড়াও কিডনি খারাপ ছিল তার। মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন তিনি। আজ নিজের বাড়িতে মারা গেলেন বাসন্তী চট্টোপাধ্যায়।
প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘এক্স’–এ দেওয়া শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’
মঞ্চ থেকে ছোট ও বড় পর্দা, সব ক্ষেত্রেই সমান তালে অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে করেছেন অভিনয়। পরবর্তী সময়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের ছবিতেও দেখা গেছে তাকে।
‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’, ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মত সাড়া তোলা সিনেমায় পাওয়া গেছে বাসন্তী চ্যাটার্জিকে। জনপ্রিয়তা পেয়েছিলেন ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে ঠাকুরমার চরিত্রে অভিনয় করেও।
গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় প্রায় ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় তাকে। সেই ধারাবাহিকেই শেষবার দেখা গিয়েছিল তাকে।
দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়ে গেছেন বাসন্তী চট্টোপাধ্যায়।
বিনোদন ডেস্ক : অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র &...
নিউজ ডেস্ক : দশ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁ...
বিনোদন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজন...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্ত...
বিনোদন ডেস্কঃ দীর্ঘ ১৯ বছর পর জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্...
মন্তব্য (০)