
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। দাম্পত্য জীবনের এক দশকের বেশি সময় পার করে ফেলেছের সাইফ-কারিনা। সৎ মা হলেও কারিনার সঙ্গে দারুণ সম্পর্ক সাইফের বড় দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খানের। বিশেষ করে কারিনা-সারার সম্পর্ক যে বন্ধুর মতো তা আগেও বলেছেন দুজনেই।
আজ ৩০-এ পা দিলেন সারা আলি খান। জন্মদিনে কারিনা কাপুর ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে সারাকে শুভেচ্ছা জানিয়েছেন, যেখানে সারা আলি খান, সাইফ আলি খান এবং ইব্রাহিম আলি খানকে দেখা যাচ্ছে। রয়েছেন তিনি নিজেও।
কারিনা লিখলেন, ‘শুভ জন্মদিন প্রিয়তমা। আজকের দিনটি হোক তোমার জীবনের সেরা। তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।’ কারিনার পোস্টের পর শুভেচ্ছোয় ভাসছেন দুজনেই।
এর আগে কারিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাদের মা রয়েছে। তারা অনেক বেশি বন্ধু। তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন কারিনা। তার প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন।
সারাও বরাবরই কারিনাকে পছন্দ করেন। বাবার বিয়েতে প্রথম থেকে শেষ অবধি ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, ‘আমি কারিনাকে এতটাই ভালবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।’
পর্দায় কারিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সে কথাও স্বীকার করেছেন তিনি। কিন্তু শুধু এটুকুই নয়, সারা মনে করেন তিনি কারিনাকে ভালবাসেন, কারণ বাবা সুখে আছেন।
সূত্র: ইন্ডিয়া ফোরামস।
বিনোদন ডেস্ক : অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র &...
নিউজ ডেস্ক : দশ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁ...
বিনোদন ডেস্ক : টালিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন...
বিনোদন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজন...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্ত...
মন্তব্য (০)